সীতাকুণ্ডে জাতীয় পরিচয়পত্র দেখিয়ে ১০০ টাকায় মুরগি কিনছেন ক্রেতারা

চট্টগ্রামের সীতাকুণ্ড ১০০ টাকা করে কেজি দরে মুরগি কিনতে ক্রেতাদের বিশাল লাইন। আজ সকালে সীতাকুণ্ড পৌর সদরের একটি কনভেনশন সেন্টারেছবি: প্রথম আলো

মাত্র ১০০ টাকা কেজি দরে মুরগি বিক্রি হচ্ছে সীতাকুণ্ডে। জাতীয় পরিচয়পত্র দেখালেই সর্বোচ্চ ৩ কেজি মুরগি কিনতে পারবেন যে কেউ। চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর সদরের একটি কমিউনিটি সেন্টারের মাঠে এ কার্যক্রম শুরু করেছে বিঅ্যান্ডএফ কেয়ার নামের একটি দাতব্য প্রতিষ্ঠান। আজ শনিবার সকাল ১০টার দিকে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম রফিকুল ইসলাম।

অর্ধেক দামে এক হাজার পরিবারের কাছে প্রায় তিন টন মুরগি বিক্রির উদ্যোগ নিয়েছে বিঅ্যান্ডএফ কেয়ার। প্রতিষ্ঠানটির প্রধান সমন্বয়ক মো. আশরাফুল আলম ভূঁইয়া বলেন, মানবসেবায় দাতব্য এই কার্যক্রম পরিচালনা করেন তাঁরা। গত বছর ৫০০ পরিবারের মধ্যে ১০ টন চাল, ১ হাজার ৫০০ কেজি মুরগি ও ৬ হাজার ডিম অর্ধেক দামে বিক্রি করেছেন তাঁরা। মূলত রমজান মাস উপলক্ষে দ্বিতীয়বারের মতো তাঁদের এই কর্মসূচি শুরু হয়েছে। প্রতিবছরই সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ ধরনের সেবামূলক কাজ করে প্রতিষ্ঠানটি।

সরেজমিনে দেখা যায়, কমিউনিটি সেন্টারের মাঠে ত্রিপল টানিয়ে ১০০ টাকার মুরগি বিক্রি করা হচ্ছে। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দেখিয়ে মুরগি কিনছেন ক্রেতারা। মুরগির ওজন অনুসারে টাকা নেওয়া হচ্ছে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাবিবুল্লা, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী প্রমুখ।

কথা হয় পৌর সদরের বাসিন্দা রহিমা বেগমের সঙ্গে। তিনি বাবুর্চির সহকারী হিসেবে কাজ করেন। রহিমা বেগম বলেন, সব সময় কাজ থাকে না। অনেক কষ্টে সংসার চলে। রোজার দিনে সবকিছুর দাম বেড়ে যায়। তখন কষ্ট আরও বেড়ে যায়। কম দামে মুরগি পেয়ে তিনি খুশি। গত বছরও তিনি মুরগি ও ডিম কিনেছিলেন।

সীতাকুণ্ডের ইউএনও কে এম রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, এটি খুবই ভালো উদ্যোগ। বিত্তবানেরা এগিয়ে এলে নিম্ন আয়ের মানুষেরা একটু ভালো খাবার পেতে পারেন। এ উদ্যোগকে তাঁরা স্বাগত জানান।