চকরিয়ায় গ্রামীণ মৎস্য ও পশুসম্পদ ফাউন্ডেশনের ঘেরে ডাকাতি, মাছ লুট
কক্সবাজারের চকরিয়া উপজেলার চিংড়ি জোনের রামপুর মৌজায় অবস্থিত গ্রামীণ মৎস্য ও পশুসম্পদ ফাউন্ডেশনের ৩০০ একরের একটি ঘেরে ডাকাতি হয়েছে। এ সময় বাধা দিতে গিয়ে খামারের তিন কর্মচারী আহত হন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে।
আহত কর্মচারীরা হলেন মোজাম্মেল হক, নাসির উদ্দিন ও মো. মিজান। তবে তাঁদের আঘাত গুরুতর নয় বলে জানান খামারের লোকজন।
প্রসঙ্গত, গ্রামীণ মৎস্য ও পশুসম্পদ ফাউন্ডেশন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ পরিবারের একটি প্রতিষ্ঠান। এই ফাউন্ডেশনের ব্যবস্থাপক উৎপল কান্তি চৌধুরী বলেন, গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে ৭-৮ জন সশস্ত্র ব্যক্তি গ্রামীণ মৎস্য ও পশুসম্পদ ফাউন্ডেশনের খামারে ঢোকেন। এ সময় খামারের কর্মচারীদের জিম্মি করে হিমাগার থেকে ৫০ হাজার টাকার প্যাকেটজাত মাছ, কর্মচারীদের দুটি মুঠোফোন ও ছয়টি টর্চলাইট লুট করেন সশস্ত্র ব্যক্তিরা। মাছ ও মালামাল লুটে বাধা দিলে কর্মচারীদের মারধর করা হয়। এতে তিনজন কর্মচারী আহত হন। উৎপল কান্তি আরও বলেন, সশস্ত্র ব্যক্তিদের প্রত্যেকের হাতে অস্ত্র ছিল।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ঘটনার পর খামারের ব্যবস্থাপক পুলিশকে মৌখিকভাবে বিষয়টি জানিয়েছিলেন। এরপর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।