আজ শুক্রবার সকালে চাল আটকের বিষয়টি জানিয়েছেন ভুরুঙ্গামারী থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম।
তিনি প্রথম আলোকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সাদ্দাম মোড় এলাকার ওই গুদামে অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় ওই গুদাম থেকে ১৪৮ মণ সরকারি চাল জব্দ ও চাল ব্যবসায়ী খবিরুল ইসলামকে আটক করে পুলিশ।
এ বিষয়ে ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এ কে এম মাহমুদুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, সরকারি চাল কেনাবেচা ও ব্যক্তিগত গোডাউনে জমা রাখার দায়ে খবিরুল ইসলামের বিরুদ্ধে আজ সকালে থানায় মামলা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।