নীলফামারীতে লোকালয়ে আক্রমণে শিশুসহ চারজন আহত, চিতা বাঘকে পিটিয়ে হত্যা
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় লোকালয়ে চিতা বাঘের আক্রমণে শিশুসহ চারজন আহত হয়েছেন। আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার মাগুরা ইউনিয়নের আকালিবেচাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয় এলাকাবাসী বাঘটিকে পিটিয়ে হত্যা করেন।
চিতা বাঘের বিষয়টি নিশ্চিত করে রংপুর বন বিভাগের বন্য প্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা স্মৃতি সিংহ রায় প্রথম আলোকে বলেন, বন বিভাগের লোকজন ঘটনাস্থলে কাজ করছেন। ওই এলাকায় চিতা বাঘ থাকার কথা না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভারতীয় সীমান্ত পার হয়ে বাঘটি লোকালয়ে এসেছে।
বাঘের আক্রমণে আহত ব্যক্তিরা হলেন উপজেলার মাগুরা ইউনিয়নের আকালিবেচাপাড়া গ্রামের বুলেট মিয়া (২৮), ফেরদৌস আলম (৩৫), নায়েব আলী (৪০) ও মাগুরা উত্তর পাড়া গ্রামের চাঁন মিয়ার মেয়ে জান্নাতুল (৮)। তাঁদের মধ্যে বুলেট মিয়াকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, আজ বেলা ১১টার দিকে আকালিবেচাপাড়া গ্রামে তিস্তা সেচ প্রকল্পের রংপুর সেচ খাল পারাপারের সেতুসংলগ্ন একটি গাছে চিতা বাঘটিকে দেখতে পান পথচারীরা। এই খবর ছড়িয়ে পড়লে এলাকার উৎসুক জনতা সেখানে ভিড় করেন। এ সময় উৎসুক মানুষ দেখে বাঘটি গাছ থেকে নেমে চারজনকে আহত করলে উপস্থিত লোকজন বাঘটিকে পিটিয়ে হত্যা করেন।
মাগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আক্তারুজ্জামান বলেন, বাঘের বিষয়টি জানার পরপরই স্থানীয় প্রশাসন ও বন বিভাগকে জানানো হয়। কিন্তু তাঁরা আসার আগেই চারজনকে আহতের ঘটনা ঘটে। তাঁদের মধ্যে বুলেট মিয়াকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র মন্ডল প্রথম আলোকে বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেখানে বন বিভাগের লোকজন আছেন। তাঁরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।