ঈদ উদ্‌যাপনে গ্রামের বাড়িতে যাওয়ার কিছুক্ষণ পরই পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

পানিতে ডুবে মৃত্যুপ্রতীকী ছবি

ফরিদপুরের নগরকান্দায় ঈদ উদ্‌যাপন করতে বাড়িতে যাওয়ার কিছুক্ষণ পর পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৬ জুন) সকাল ১০টার দিকে উপজেলার কাইচাইল ইউনিয়নের দক্ষিণ কাইচাইল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো নাজিবা আক্তার (৫) ও তার ছোট বোন নাফিজা আক্তার (৩)। তারা একই গ্রামের বাসিন্দা ও ইতালিপ্রবাসী সুমন মোল্লার মেয়ে। নাজিবা নগরকান্দা উপজেলা সদরের একটি স্কুলের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল। এ জন্য মায়ের সঙ্গে ওই দুই শিশু উপজেলা সদরে একটি ভাড়া বাসায় থাকত। তাদের আর কোনো ভাই-বোন নেই।

পরিবার ও স্থানীয় কয়েকজন বাসিন্দারা সূত্রে জানা গেছে, নাজিবা ও নাফিজাকে নিয়ে আজ সকাল ৯টার দিকে নগরকান্দা সদরের ভাড়া বাসা থেকে গ্রামের বাড়িতে আসেন তাদের মা। বাড়িতে ফিরে ঘর গোছানোর কাজে ব্যস্ত ছিলেন মা। এ সময় নাজিবা ও নাফিজা বাড়ির সামনে হাঁটাহাটি করছিল। একপর্যায়ে তারা বাড়ির পাশের ছোট একটি পুকুর পাড়ে যায়। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানি থেকে তাদের উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

হাসপাতালে নেওয়ার আগেই ওই দুই শিশুর মৃত্যু হয়েছে বলে জানান নগরকান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জয়দেব সরকার।

এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে জানিয়ে নগরকান্দা থানার উপপরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম বলেন, পরিবারের আপত্তি না থাকায় দুই শিশুর মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে তুলে দেওয়া হয়েছে।