অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে খুলনায় সাবেক হুইপ পঞ্চানন বিশ্বাসের বিরুদ্ধে দুদকের মামলা

খুলনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ পঞ্চানন বিশ্বাস
ছবি: সংগৃহীত

খুলনা-১ আসনের (দাকোপ-বটিয়াঘাটা) সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ পঞ্চানন বিশ্বাসের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার দুপুরের দিকে দুদকের সমন্বিত জেলা কার্যালয় খুলনায় মামলাটি করেন একই কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাহিদ ফজল।

মামলায় পঞ্চানন বিশ্বাসের বিরুদ্ধে ১ কোটি ৬ লাখ ৭১ হাজার টাকার সম্পদ অবৈধভাবে অর্জনের অভিযোগ আনা হয়েছে। দুদক খুলনা কার্যালয়ের একাধিক কর্মকর্তা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, পঞ্চানন বিশ্বাস তাঁর সম্পদ বিবরণীতে ৪৯ লাখ ২৪ হাজার ৫৯০ টাকার স্থাবর ও ২ কোটি ৫১ লাখ ২২ হাজার টাকার অস্থাবর সম্পদ দেখিয়েছিলেন। কিন্তু দুদকের অনুসন্ধানে পাওয়া যায়, তাঁর গ্রহণযোগ্য আয় ছিল ৩ কোটি ৩৫ লাখ ৫৭ হাজার টাকা আর ব্যয় পাওয়া যায় ১ কোটি ৪১ লাখ ৮২ হাজার টাকা। ওই হিসাব অনুযায়ী, পঞ্চানন বিশ্বাস তাঁর জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ গড়েছেন ১ কোটি ৬ লাখ ৭১ হাজার টাকা।

অভিযোগে বলা হয়েছে, ওই টাকা পঞ্চানন বিশ্বাস সংসদ সদস্য ও হুইপ (পাবলিক সার্ভেন্ট) থাকা অবস্থায় অসাধু উপায়ে অর্জন করেছেন। সেই সম্পদ তিনি নিজ মালিকানা ও ভোগদখলে রেখে অপরাধ করেছেন। এ কারণে তাঁর বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জনের দায়ে মামলা করা হয়েছে।