‘শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশ গঠনে স্বাস্থ্য অলিম্পিয়াড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে’

যক্ষ্মার বিস্তার রোধ ও স্বাস্থ্য নিয়ে সচেতনতা তৈরিতে জয়পুরহাটে আঞ্চলিক স্বাস্থ্য অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। শুক্রবার সকালে কালেক্টরেট বালিকা বিদ্যানিকেতনে
ছবি: সোয়েল রানা

দুই দিন ধরে প্রচণ্ড গরমের পর জয়পুরহাটে আজ শুক্রবার সকাল থেকে মৃদু বাতাস বইছিল। সকাল সাড়ে ৮টার দিকে শিক্ষার্থীরা দল বেঁধে জয়পুরহাট শহরের সার্কিট হাউস এলাকায় অবস্থিত কালেক্টরেট বালিকা বিদ্যানিকেতনে আসতে থাকে। ৯টা বাজতেই কালেক্টরেট বিদ্যানিকেতন হলরুম কানায় কানায় ভরে যায়। এই হলরুমে আয়োজন করা হয়েছিল আঞ্চলিক স্বাস্থ্য অলিম্পিয়াড।

যক্ষ্মার বিস্তার রোধ ও স্বাস্থ্য নিয়ে সচেতনতা তৈরিতে বাংলাদেশে প্রথমবারের মতো এই আঞ্চলিক স্বাস্থ্য অলিম্পিয়াড অনুষ্ঠিত হচ্ছে। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সাহায্য সংস্থা ইউএসএআইডির অর্থায়ন ও আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) পরিচালনায় প্রথম আলো এই স্বাস্থ্য অলিম্পিয়াডের আয়োজন করেছে। এতে সহযোগিতা করছে প্রথম আলো বন্ধুসভা।

জয়পুরহাটের জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী বেলুন উড়িয়ে স্বাস্থ্য অলিম্পিয়াডের উদ্বোধন করেন। শুক্রবার সকাল ১০টায় কালেক্টরেট বালিকা বিদ্যানিকেতনের মাঠে
ছবি: সোয়েল রানা

সকাল ১০টায় কালেক্টরেট বালিকা বিদ্যানিকেতনের মাঠে  জয়পুরহাটের জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী বেলুন উড়িয়ে এই স্বাস্থ্য অলিম্পিয়াডের উদ্বোধন করেন। এ সময় আইসিডিডিআরবি রাজশাহী বিভাগীয় সহকারী ব্যবস্থাপক মো. আজাদ রহমান, সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসক রুমানা আফরিন, জয়পুরহাট বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক, মো. মাহবুব-উল-আলম, প্রথম আলোর জয়পুরহাট প্রতিনিধি ররিউল ইসলাম, স্বাস্থ্য অলিম্পিয়াডের সমন্বয়ক নুরুজ্জামান নাদিম, একাডেমিক দলের আহসান হাবীবের পাশাপাশি চার শতাধিক শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

জয়পুরহাট আঞ্চলিক স্বাস্থ্য অলিম্পিয়াডে প্রাইমারি, জুনিয়র ও সেকেন্ডারি তিন ক্যাটাগরিতে ৩০ মিনিটে কুইজ প্রতিযোগিতার পরীক্ষা অনুষ্ঠিত হয়
ছবি: সোয়েল রানা

জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী জয়পুরহাটে স্বাস্থ্য অলিম্পিয়াড আয়োজন করায় প্রথম আলোকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এটি একটি দারুণ আয়োজন। শিক্ষার্থীরা স্বাস্থ্য অলিম্পিয়াডে অংশ নিয়েছে। এখান থেকে তারা যক্ষ্মাসহ স্বাস্থ্য সম্পর্কে অনেক কিছু ধারণা পেয়েছে। আজকের শিক্ষার্থীরা আগামী দিনে মা-বাবা হবে। তখন শিক্ষার্থীরা নিজে ও পরিবারকে স্বাস্থ্যসচেতন করবে। এর মাধ্যমে আগামী দিনে সামগ্রিকভাবে সুস্থ জাতি উপহার পাব বলে মনে করছি।’

পরে বিদ্যালয়ের পাঁচটি কক্ষে প্রাইমারি, জুনিয়র ও সেকেন্ডারি তিন ক্যাটাগরিতে ৩০ মিনিটে কুইজ প্রতিযোগিতার পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিদ্যালয় মাঠে দেয়ালিকা প্রদর্শনী প্রতিযোগিতা হয়। পরীক্ষা শেষে পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করে কুইজ ও দেয়ালিকা প্রদর্শনী প্রতিযোগিতার ফলাফল মঞ্চে ঘোষণা করা হয়। অনুষ্ঠানের অতিথিরা বিজয়ীদের হাতে পদক, টি-শার্ট ও সনদ তুলে দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষক জাহিদ হোসাইন খান কুইজ ও দেয়ালিকার পুরস্কার পর্ব সঞ্চালনা করেন।

জয়পুরহাট আঞ্চলিক স্বাস্থ্য অলিম্পিয়াডে চার শতাধিক শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন। শুক্রবার কালেক্টরেট বালিকা বিদ্যানিকেতনে
ছবি: সোয়েল রানা

প্রথম আলোর জয়পুরহাট প্রতিনিধি রবিউল ইসলাম কালেক্টরেট বালিকা বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মাহবুব-উল-আলমের হাতে ভেন্যু স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেন। প্রধান শিক্ষক মাহবুব-উল-আলম বলেন, সুস্থ জাতি গঠনে শিশু-কিশোরদের স্বাভাবিক বিকাশ অপরিহার্য। শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশ গঠনে স্বাস্থ্য অলিম্পিয়াড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ রকম একটি অনুষ্ঠান নিজ বিদ্যালয়ে আয়োজন করায় ইউএসএআইডি, আইসিডিডিআরবি ও প্রথম আলোকে ধন্যবাদ জানান তিনি।