পীরগাছায় অরক্ষিত রেলগেটে ট্রেনের ধাক্কায় চূর্ণবিচূর্ণ ট্রলি

ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে যাওয়া ট্রলি। রোববার বেলা ১১টার দিকে রংপুরের পীরগাছা উপজেলার অনন্তপুর এলাকায়
ছবি: মঈনুল ইসলাম

রংপুরের পীরগাছা উপজেলায় অরক্ষিত রেলগেটে ট্রেনের ধাক্কায় বালুবোঝাই একটি ট্রলি দুমড়েমুচড়ে গেছে। এ সময় ট্রলিচালক মাগরিব মিয়া (২০) লাফ দিয়ে প্রাণে বাঁচলেও আহত হয়েছেন।

আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলার অনন্তরাম রেলগেটে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ওই পথে দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।

আহত চালক মাগরিব মিয়া অনন্তরাম বড়বাড়ি এলাকার আবদুল হাকিমের ছেলে। তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টার দিকে সান্তাহার থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী পদ্মরাগ মেইল ট্রেনটি পীরগাছায় প্রবেশ করছিল। এ সময় অনন্তরাম (উচাপাড়া) রেলগেটের পূর্ব পাশ থেকে আসা দ্রুতগতির একটি বালুবোঝাই ট্রলি রেললাইনে উঠে যায়। ট্রেনটি ট্রলিটিকে ধাক্কা দেওয়ার আগমুহূর্তে চালক মাগরিব মিয়া লাফ দিয়ে প্রাণে রক্ষা পান। তবে ট্রলিটি চূর্ণবিচূর্ণ হয়ে যায়।

এ সময় ট্রলির ছিটকে আসা একটা অংশের আঘাতে আহত হন চালক মাগরিব মিয়া। তাঁকে উদ্ধার করে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রলিটি হঠাৎ দ্রুতগতিতে লাইনের ওপর উঠে যায়। এ সময় ট্রেনটি এসে পড়লে এ দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে পীরগাছা রেলওয়ে স্টেশনমাস্টার জেনারুল ইসলাম প্রথম আলোকে বলেন, ওই গেটে কোনো গেটম্যান নেই। দুর্ঘটনায় ট্রেনের ইঞ্জিনের সামান্য ক্ষতি হলেও বর্তমানে এই পথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।