কাশিমপুর কারাগারে জোড়া খুনের মামলায় একজনের মৃত্যুদণ্ড কার্যকর

মৃত্যুদণ্ড
প্রতীকী ছবি

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ জোড়া খুনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামির ফাঁসি কার্যকর করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ১০টা ১ মিনিটে কারা কর্তৃপক্ষ এ ফাঁসি কার্যকর করে।

দণ্ডিত ব্যক্তির নাম আমিনুল ইসলাম (৪১)। তিনি ওগাঁর পত্নীতলা উপজেলার আকবরপুর এলাকার চান মোহাম্মদ মণ্ডলের ছেলে।

কারাগার সূত্রে জানা গেছে, ২০০৫ সালে মামি ও কাজের মেয়েকে হত্যা মামলায় আমিনুল ইসলামকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। পরে সব আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার রাতে তাঁর ফাঁসি কার্যকর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে রাজধানীর ধানমন্ডি থানায় হত্যা মামলাটি হয়েছিল।

ফাঁসি কার্যকর করার সময় উপস্থিত ছিলেন গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান, গাজীপুর জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট (এডিএম) হুমায়ুন কবির, গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রেজওয়ান আহামেদ ও গাজীপুর সদর জোনের সহকারী কমিশনার ফাহিম আহামেদ।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জেল সুপার আমিরুল ইসলাম জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আমিনুল ইসলামের ফাঁসি কার্যকর করা হয়েছে। পরে সব আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।