বিরামপুরে নিখোঁজের পরদিন সকালে আমগাছে মিলল ঝুলন্ত লাশ

ঝুলন্ত লাশপ্রতীকী ছবি

দিনাজপুরের বিরামপুরে রাতে বাড়ির বাইরে বের হয়ে নিখোঁজের পরদিন সকালে গ্রামের একটি আমগাছে ঝুলে থাকা অবস্থায় মোশাররফ হোসেন (৩৫) নামের এক মুদিদোকানির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার রাধাপুর গ্রামের একটি আমগাছ থেকে মোশাররফের লাশ উদ্ধার করা হয়।

মোশাররফ উপজেলার বিনাইল ইউনিয়নের রাধাপুর গ্রামের মৃত আবদুল ওয়াজেদ আলীর ছেলে। তিনি ওই ইউনিয়নের রামকৃষ্ণপুর বাজারের মুদিদোকানি ছিলেন। তাঁর দুই মেয়ে রয়েছে।

মোশাররফের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য জামাল উদ্দিন জানান, বুধবার রাত ৯টার দিকে প্রতিদিনের মতো পরিবারের সদস্যদের সঙ্গে রাতের খাবার খান মোশাররফ। পরে তিনি বাড়ির বাইরে যান। রাতে বাড়িতে ফিরতে দেরি হওয়ায় গভীর রাত পর্যন্ত পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় তাঁকে খোঁজাখুঁজি করেও পাননি। আজ সকাল সাতটার দিকে তাঁর পরিবারের লোকজন প্রতিবেশীদের কাছে জানতে পারেন, বাড়ি থেকে ২০০ গজ দূরে জনৈক শাহজাহান আলীর গভীর নলকূপের পাশের একটি আমগাছে মোশাররফের মরদেহ ঝুলে আছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও তাঁর লাশ উদ্ধার করে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, ‘আজ সকালে রাধাপুর গ্রামে একটি আমগাছে এক যুবকের লাশ ঝুলে থাকার খবর পাই। পরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।’