বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা একরামুল আলম বলেন, কক্সবাজার থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী সুপার সনি পরিবহনের একটি বাস একটি ট্রাকের পেছনে পেছনে কুষ্টিয়া যাচ্ছিল। বাসটি বড়াইগ্রাম থানা মোড়ের সামনের ট্রাকটি অতিক্রম করছিল। এ সময় রাজশাহীর বানেশ্বর থেকে ছেড়ে আসা ঢাকাগামী মাছবোঝাই একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের চালক ঘটনাস্থলেই মারা যান। আহত তিনজনকে উদ্ধার করে একজনকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অন্য দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শী আক্কাস আলী বলেন, ‘আমি ঘটনাস্থলের পাশের জমিতে কাজ করছিলাম। একটি বাস একটি ট্রাককে ওভারটেকিং করতে গিয়ে মাছের গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। এতে পিকআপটির চালক মারা যান।’
বাস ও পিকআপ উভয় গাড়ি দ্রুতগতিতে চলছিল বলে জানিয়েছেন সুপার সনি বাসের সুপারভাইজার আহত লুৎফর রহমান।
বনপাড়া হাইওয়ে থানার পরিদর্শক হাবিবুর রহমান বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপ জব্দ করা হয়েছে। বাসের চালক পলাতক। তাঁকে আটকের চেষ্টা চলছে।