যশোর সদর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই আরোহী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে যশোর-ঝিনাইদহ মহাসড়কের শানতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন চৌগাছা উপজেলার সৈয়দপুর কোদালিপুর গ্রামের হয়রত আলী (৩৫) ও ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাদুরগাছা এলাকার বুলু মিয়া (৪০)। এর মধ্যে হয়রত আলী পেশায় ভাড়ায় মোটরসাইকেল চালক এবং বুলু মিয়া ব্যবসায়ী।
যশোর কোতোয়ালি থানার পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, যশোর শহর থেকে কাজ শেষ করে বুলু মিয়া ও হয়রত আলী মোটরসাইকেলে বাড়ির উদ্দেশ রওনা দেন। যশোর ক্যান্টনমেন্ট–সংলগ্ন শানতলা এলাকায় পৌঁছালে তাঁরা দুর্ঘটনায় পড়েন। তবে কী গাড়ির সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়েছে, সেটি পুলিশ নিশ্চিত করতে পারেনি।
স্থানীয় লোকজন সড়কের পাশে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল এবং দুজনের লাশ দেখে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে নিয়ে যায়। আজ সকালে লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, এ ঘটনায় আজ দুপুর পর্যন্ত কোনো মামলা হয়নি। পরিবারের সদস্যরা হাসপাতাল থেকে লাশ নিয়ে গেছেন। তিনি আরও বলেন, কীভাবে সড়ক দুর্ঘটনা হয়েছে, সেটি পুলিশ নিশ্চিত হতে পারেননি।