দুপুরে কলবেলের শব্দে দরজা খুলতেই মুখে চেতনানাশক ছিটিয়ে ডাকাতি

ভৈরবে দিনে–দুপুরে জুয়েলারি সমিতির সভাপতির বাসায় ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতের আঘাতে এক গৃহবধূ রক্তাক্ত হন। বৃহস্পতিবার দুপুরে ভৈরব বাজারের টিনপট্টি এলাকায়
ছবি: প্রথম আলো

কিশোরগঞ্জের ভৈরবে জুয়েলারি সমিতির সভাপতি ও গোপাল জিউর মন্দির ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক স্বপন দেবনাথের বাসায় দিনে-দুপুরে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার দুপুরে ভৈরব বাজারের টিনপট্টি এলাকার একটি বহুতল ভবনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ডাকাত দলের সদস্যদের লোহার আঘাতে স্বপনের স্ত্রী রিপা দেবনাথ জখম হয়েছেন। তিনি স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরেছেন। ডাকাতির ঘটনায় কী পরিমাণ মালামাল খোয়া গেছে, সেটা এখনো নিশ্চিত নন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

পরিবারের সদস্যরা জানান, স্বপন দেবনাথ পরিবারের সদস্যদের নিয়ে থাকেন টিনপট্টি এলাকার একটি বহুতল ভবনের তৃতীয় তলায় থাকতেন। সকাল ১০টার দিকে স্বপন পেশাগত প্রয়োজনে বাসা থেকে বেরিয়ে যান। তাঁর ছেলেও বাসার বাইরে ছিলেন। স্বপনের মা তাঁর বোনের বাসায় ছিলেন আর মেয়ে সকালে বিদ্যালয়ে চলে যায়। এ সময় বাসায় শুধু রিপা দেবনাথ ছিলেন। দুপুর ১২টার দিকে কলবেলের শব্দ পেয়ে রিপা দরজা খুলতেই তাঁর মুখে চেতনানাশক ওষুধ ছিটায় (স্প্রে) ডাকাত দলের সদস্য। কিন্তু তখনো পুরোপুরি অচেতন হননি রিপা। পরে লোহা দিয়ে রিপার মাথায় আঘাত করা হয়। তখন তিনি মেঝেতে লুটিয়ে পড়েন।

রিপা স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘কলিং বেলের শব্দ পাওয়ার পর মনে হয়নি কোনো বিপদ হতে পারে। মুখে স্প্রে করার পরও আমি পুরোপুরি অচেতন হইনি। ডাকাতদের প্রতিরোধ করার চেষ্টা করেছিলাম। তখন আমার মাথায় আঘাত করা হয়।’

স্বপন দেবনাথ বলেন, ‘ঘর থেকে কী পরিমাণ মালামাল খোয়া গেছে, এখনো নিশ্চিত নই। তিন ভরি স্বর্ণালংকার নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছি।’

এদিকে দিনে দুপুরে ডাকাতির খবর পেয়ে ভৈরব থানা-পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। তবে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম ঘটনাটিকে ডাকাতি বলতে রাজি নন। তিনি বলেন, ভিডিও ফুটেজ দেখে নিশ্চিত হওয়া গেছে ঘটনাটি তিনজন ঘটিয়েছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।

ঘটনাস্থলটি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের অধীন। ওই ওয়ার্ডের কাউন্সিলর আল আমিন বলেন, ইদানীং বাজার এলাকায় চুরি-ছিনতাই বেড়ে গেছে। টিন কেটে প্রতিনিয়ত চুরি হচ্ছে। এ ঘটনায় বাসিন্দারা কিছুটা আতঙ্কে আছেন।