এয়ারগান দিয়ে নির্বিচার পাখি শিকার করায় যুবকের কারাদণ্ড, অর্ধশতাধিক পাখি জব্দ

বরিশাল জেলার মানচিত্র

এয়ারগান দিয়ে পাখি শিকার করায় বরিশালের বাবুগঞ্জে এক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দ করা হয়েছে শিকার করা অর্ধশতাধিক পাখি ও অবৈধ এয়ারগান।

আজ সোমবার বেলা তিনটায় বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত ফাতিমা এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দণ্ডিত ব্যক্তির নাম হান্নান হাওলাদার (৪০)। তিনি বরিশাল নগরের কাউনিয়া এলাকার জানকি সিংহ সড়কের বাসিন্দা। হান্নান হাওলাদারকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী বাবুগঞ্জের চাঁদপাশা এলাকার আরিফুর রহমান জানান, আজ দুপুরের দিকে হান্নান হাওলাদার চাঁদপাশা ইউনিয়নের বাঁশগাতি গ্রামে ঢুকে এয়ারগান দিয়ে ঘুঘু, বকসহ বিভিন্ন ধরনের পাখি নির্বিচার শিকার করছিলেন। স্থানীয় বাসিন্দারা পাখি শিকার করার বিষয়ে হান্নান হাওলাদারের কাছে জানতে চাইলে তিনি নিজেকে কখনো পুলিশ, আবার কখনো সাংবাদিক বলে পরিচয় দেন। এমন কথায় এলাকাবাসীর সন্দেহ হলে তাঁরা ইউএনওকে ফোন করে বিষয়টি জানান। ইউএনও ঘটনাস্থলে গিয়ে স্থানীয় ব্যক্তিদের সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হান্নান হাওলাদারকে কারাদণ্ড দেন।

ইউএনও নুসরাত ফাতিমা বলেন, অবৈধভাবে পাশি শিকার করায় বন্য প্রাণী সংরক্ষণ আইনে অভিযুক্ত হান্নান হাওলাদারকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। কাগজপত্রবিহীন এয়ারগান ও শিকার করা পাখিও জব্দ করা হয়েছে। রায় ঘোষণার পর দণ্ডিত ব্যক্তিকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।