সংসদ নির্বাচনে মনোনয়ন পাওয়ার আশায় গোপালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদত্যাগ

ইউনুস ইসলাম তালুকদার
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন ইউনুস ইসলাম তালুকদার। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। আজ বুধবার দুপুরে ইউনুস ইসলাম নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউনুস ইসলাম তাঁর সমর্থক ও অনুসারীদের নিয়ে আজ গোপালপুর ও ভূঞাপুর উপজেলায় মোটরসাইকেল ও গাড়ির বহর নিয়ে শোভাযাত্রা করেছেন। এ সময় তিনি বিষয়টি সাংবাদিকদের জানান।

দলীয় নেতা-কর্মীরা বলেন, ইউনুস ইসলাম টানা তিনবার উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। উপজেলা আওয়ামী লীগের সদস্য তিনি। টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের বর্তমান সংসদ সদস্য হলেন তানভীর হাসান ওরফে ছোট মনির। তানভীর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

সদ্য পদত্যাগ করা ইউনুস ইসলাম জানান, গত ১৭ সেপ্টেম্বর তিনি টাঙ্গাইলের জেলা প্রশাসকের কাছে চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগপত্র জমা দেন। পরে স্থানীয় সরকার বিভাগের উপসচিব মাসুরা বেগম স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে এবং চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করা হয়েছে।

ইউনুস আরও বলেন, তিনি গত জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। কিন্তু চেয়ারম্যানের দায়িত্ব থেকে পদত্যাগ না করায় তাঁকে মনোনয়ন দেওয়া হয়নি। ভূঞাপুর-গোপালপুরের জনগণ তাঁকে সংসদ সদস্য হিসেবে দেখতে চান। তাই তফসিল ঘোষণার আগেই চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন। তিনি মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী।