পুলিশ কর্মকর্তা বিল্লাল হোসেন প্রথম আলোকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, কক্সবাজার থেকে বিপুল পরিমাণ ইয়াবা বড়ি নিয়ে একটি চক্র টাঙ্গাইলে যাচ্ছে। ওই সংবাদের ভিত্তিতে তাঁর নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি বাস (ঢাকা মেট্রো-ব ১৫-৯২৩৪) আটক করা হয়। পরে চালকের দেওয়া তথ্যমতে বাসের সিটের পেছনে আটকানো অবস্থায় ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
বিল্লাল হোসেন বলেন, এ ঘটনায় লুৎফর রহমানসহ অন্য সহযোগীদের বিরুদ্ধে বন্দর থানায় মামলার প্রক্রিয়া চলছে।