বাসের সিটের পেছনে অভিনব কায়দায় ইয়াবা পাচার, চালক আটক

নারায়ণগঞ্জের বন্দরে ১০ হাজার ইয়াবা বড়িসহ আটক বাসচালক লুৎফর রহমান
ছবি: প্রথম আলো

নারায়ণগঞ্জের বন্দরে ১০ হাজার ইয়াবা বড়িসহ লুৎফর রহমান ওরফে বুলেট (৩২) নামের এক বাসচালককে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে আটক করা হয়। এ সময় বাসটি জব্দ করেছে পুলিশ।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) বিল্লাল হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তার লুৎফর রহমান টাঙ্গাইল সদরের কাবিলাপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ কর্মকর্তা বিল্লাল হোসেন প্রথম আলোকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, কক্সবাজার থেকে বিপুল পরিমাণ ইয়াবা বড়ি নিয়ে একটি চক্র টাঙ্গাইলে যাচ্ছে। ওই সংবাদের ভিত্তিতে তাঁর নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি বাস (ঢাকা মেট্রো-ব ১৫-৯২৩৪) আটক করা হয়। পরে চালকের দেওয়া তথ্যমতে বাসের সিটের পেছনে আটকানো অবস্থায় ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

বিল্লাল হোসেন বলেন, এ ঘটনায় লুৎফর রহমানসহ অন্য সহযোগীদের বিরুদ্ধে বন্দর থানায় মামলার প্রক্রিয়া চলছে।