সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আহত ঝালকাঠির তরুণের মৃত্যু

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত আসলাম হাওলাদার
ছবি: সংগৃহীত

সৌদি আরবের মদিনায় সড়ক দুর্ঘটনায় আহত বাংলাদেশি এক তরুণের মৃত্যু হয়েছে। তিন দিন আগে দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। আসলাম হাওলাদার (২৬) নামে ওই তরুণ ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার চিংড়াখালী গ্রামের আবদুল খালেক হাওলাদারের ছেলে।

সৌদি আরবে কর্মরত চিংড়াখালীর বাসিন্দা আবদুস ছালাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ১৩ জানুয়ারি রাতে কর্মস্থল থেকে সাইকেলে বাসায় যাচ্ছিলেন আসলাম। পথে মদিনার তড়িক হিজরি এলাকায় পৌঁছালে একটি প্রাইভেট কার তাঁকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় মানুষ আসলামকে উদ্ধার করে কিং সালমান হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে আইসিইউতে রাখেন। সেখানে গতকাল সোমবার বাংলাদেশ সময় বেলা তিনটায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

আসলামের প্রতিবেশী চিংড়াখালী গ্রামের আনোয়ার হোসেন বলেন, সৌদি আরবের মদিনায় একটি বেসরকারি কোম্পানিতে পাঁচ বছর চাকরির পর গত বছর দেশে ফিরে বিয়ে করেন আসলাম। তাঁর তিন মাস বয়সী একটি কন্যাসন্তান আছে। ৯ মাস আগে একই কোম্পানিতে কাজে যোগ দিতে সৌদি আরবে যান তিনি।

আসলামের বাবা আবদুল খালেক হাওলাদার বলেন, ‘আমার ছেলের উপার্জনেই সংসার চলত। ছেলেকে হারিয়েছি। এখন তার লাশটি দ্রুততম সময়ের মধ্যে আমরা যেন পাই, সরকার যাতে সেই ব্যবস্থা করে দেন।’