আলফাডাঙ্গায় লাশ উদ্ধার, পুলিশ বলছে, ট্রান্সফরমার চুরি করতে গিয়ে মৃত্যু

লাশ উদ্ধার
প্রতীকী ছবি

ফরিদপুরের আলফাডাঙ্গায় সড়কের পাশ থেকে বাবলু শেখ (৪০) নামের এক দিনমজুরের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার বানা ইউনিয়নের টুনাপাড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। আলফাডাঙ্গা থানা-পুলিশের দাবি, দিনমজুরি করার পাশাপাশি চুরি করতেন বাবলু। বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন তিনি।

আরও পড়ুন

নিহত বাবলু শেখ উপজেলার বুরাইচ ইউনিয়নের হেলেঞ্চা গ্রামের মৃত শুকুর শেখের ছেলে। পরিবারে তাঁর স্ত্রী ও তিন ছেলে আছে।

এলাকাবাসী বলেন, ফজরের নামাজের পর বাড়ি ফেরার সময় টুনাপাড়া গ্রামের কামালের বাড়ির সামনের সড়কের খাদে লোকজন একটি লাশ দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়। সকাল সাড়ে সাতটার দিকে পুলিশ এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আরও পড়ুন

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন বলেন, ওই ব্যক্তি দিনমজুরির পাশাপাশি চুরি করতেন। লাশ সড়কের পাশে যেখানে পড়ে ছিল, সেখানে পল্লী বিদ্যুতের একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার আছে। ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি তাঁর সহযোগীদের নিয়ে বৈদ্যুতিক ট্রান্সফরমারটি চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা করার জন্য পল্লী বিদ্যুৎকে বলা হয়েছে।

আরও পড়ুন