মুন্সিগঞ্জে হেরে গেলেন মৃণাল কান্তি, তৃতীয় মাহী বি চৌধুরী

আওয়ামী লীগের মৃণাল কান্তি দাশকে (বাঁয়ে) হারিয়ে জয়ী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সাল
ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় নির্বাচনের প্রচারণার সময় মুন্সিগঞ্জে সবচেয়ে বেশি উত্তেজনা ছড়ানো মুন্সিগঞ্জ-৩ আসনে হেরে গেছেন আওয়ামী লীগের প্রার্থী মৃণাল কান্তি দাশ। তাঁকে হারিয়েছেন স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ ফয়সাল (কাঁচি)। এ ছাড়া জেলাটির অপর দুই সংসদীয় আসনে জয় পেয়েছেন নৌকার প্রার্থীরা। তৃতীয় হয়েছেন মুন্সিগঞ্জ–১ আসনে বর্তমান সংসদ সদস্য মাহী বি চৌধুরী।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত বেসরকারি ফলাফলে দেখা যায়, মুন্সিগঞ্জ–৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সাল কাঁচি প্রতীকে পেয়েছেন ৮৯ হাজার ৭০৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী মৃণাল কান্তি দাস পান ৮২ হাজার ৮৩৩ ভোট। কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল আসনটির গত দুবারের সংসদ সদস্য।

এদিকে মুন্সিগঞ্জ-১ আসনে (শ্রীনগর ও সিরাজদিখান উপজেলা) জয় পেয়েছেন নৌকা প্রতীকের মহিউদ্দিন আহমেদ। সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও তিনবারের উপজেলা পরিষদের চেয়ারম্যান পেয়েছেন ৯৫ হাজার ৮৬০ ভোট পেয়েছেন তিনি। তাঁর নিকটতম স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকে গোলাম সারোয়ার পেয়েছেন ৬১ হাজার ৫৪০ ভোট। আসনটির বর্তমান সংসদ সদস্য বিকল্পধারা বাংলাদেশের (কুলা) মাহী বি চৌধুরী পেয়েছেন ১৭ হাজার ৯৩৩ ভোট।

মুন্সিগঞ্জ-২ (লৌহজং ও টঙ্গিবাড়ী উপজেলা) আসনে এবারও আওয়ামী লীগের প্রার্থী সাগুফতা ইয়াসমিন (এমিলি) নির্বাচিত হয়েছেন। নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ৪৪৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সোহানা তাহমিনা ট্রাক প্রতীকে পান ১৪ হাজার ১৯৬ ভোট। আসনটিতে এবার নিয়ে চতুর্থবারের মতো জয় পেলেন সাগুফতা ইয়াসমিন।