বন্ধুদের সঙ্গে যমুনায় গোসলে নেমে নিখোঁজ শিক্ষার্থী, দুই দিনেও সন্ধান মেলেনি

পানিতে ডুবে নিখোঁজ
প্রতীকী ছবি

বগুড়ার সারিয়াকান্দি সদরের কালীতলা গ্রোয়েন বাঁধসংলগ্ন বাটিরচর এলাকায় যমুনা নদীতে সাদিকুল ইসলাম (১৪) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। গত শুক্রবার বিকেলে বন্ধুদের সঙ্গে যমুনা নদীতে গোসলে নেমে সাদিকুল নিখোঁজ হয়। আজ রোববার বেলা ১১টা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।

সাদিকুল বগুড়া সদরের লতিফপুর কলোনি এলাকার আরমান সিদ্দিকের ছেলে। সে শাজাহানপুর উপজেলার রানীরহাট উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। গতকাল শনিবার সকাল থেকে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের রাজশাহী থেকে আসা ডুবুরি দল তাকে উদ্ধারের অভিযান চালাচ্ছে। তবে এখনো কোনো সন্ধান মেলেনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সাদিকুলসহ ৯ বন্ধু মিলে সারিয়াকান্দি সদরের কালীতলা গ্রোয়েন বাঁধে ঘুরতে আসে। বেলা তিনটার দিকে নৌকা ভাড়া নিয়ে তারা যমুনা নদী পার হয়ে বাটিরচরে গোসল করতে নামে। একপর্যায়ে সাদিকুল গভীর পানিতে তলিয়ে যায়। পরে সহপাঠীরা খোঁজাখুঁজি করে না পেয়ে শহরে ফিরে যায়। পরিবারের লোকজন জানতে পেরে সারিয়াকান্দি ফায়ার সার্ভিসকে খবর দেয়। শনিবার সকাল থেকে সারিয়াকান্দি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীদের সহযোগিতায় রাজশাহী থেকে আসা ডুবুরি দল উদ্ধার অভিযানে নামে।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্ত্তী আজ বেলা ১১টায় প্রথম আলোকে বলেন, রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দলের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। তবে এখনো নিখোঁজ সাদিকুলের কোনো সন্ধান পাওয়া যায়নি।