নোয়াখালীতে ধারালো অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের দুই সদস্য গ্রেপ্তার

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার কিশোর গ্যাংয়ের দুই সদস্য। বৃহস্পতিবার সকালে কোম্পানীগঞ্জ থানায়ছবি: প্রথম আলো।

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর পার্বতী ইউনিয়নের পাঠানতলা মোড় এলাকায় মহড়াকালে কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে দুটি ধারালো কিরিচ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার দুই কিশোর গ্যাং সদস্য হলেন চর পার্বতী ইউনিয়নের আবুল হাসেমের ছেলে ওমর ফারুক (২১) ও জাহাঙ্গীর আলমের ছেলে সাইফুল ইসলাম (২০)।

কোম্পানীগঞ্জ থানা সূত্রে জানা গেছে, গতকাল রাতে পাঠানতলা মোড়ে অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দিচ্ছিলেন ফারুক, সাইফুল ও তাঁদের সহযোগীরা। পরে এলাকার লোকজন বিষয়টি থানায় জানালে পুলিশের একটি দল সেখানে ঝটিকা অভিযান পরিচালনা করে। অভিযানে কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে দুটি কিরিচসহ গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যান।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী প্রথম আলোকে বলেন, কিশোর গ্যাংয়ের সদস্যদের তৎপরতা প্রতিরোধে জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামানের বিশেষ নির্দেশনা রয়েছে। গতকাল রাতে চর পার্বতী এলাকা থেকে গ্রেপ্তার হওয়া কিশোর গ্যাংয়ের দুই সদস্যের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।