দাউদকান্দিতে আ.লীগের খণ্ড খণ্ড মিছিল, বিএনপির ‘সংক্ষিপ্ত’ সমাবেশ

কুমিল্লার দাউদকান্দিতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা–কর্মীদের মিছিল। আজ সোমবার দুপুরে গৌরীপুর মোড়ে
ছবি: প্রথম আলো

জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লার দাউদকান্দিতে ‘সংক্ষিপ্ত’ সমাবেশ করেছে বিএনপি। আজ সোমবার সকাল ১০টায় উপজেলার শহীদনগর-মোহাম্মদপুর সড়কের একটি মাঠে এই সমাবেশ হয়। সমাবেশস্থলের দিকে আওয়ামী লীগের নেতা–কর্মীদের আসার খবরে সটকে পড়েন বিএনপি নেতা–কর্মীরা।

দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার দাউদকান্দিতে প্রতিবাদ সমাবেশ করার ঘোষণা দেয় বিএনপি। তবে দলের পক্ষ থেকে সমাবেশের স্থানের বিষয়ে জানানো হয়নি। এই কর্মসূচি পাল্টা হিসেবে উপজেলার বিভিন্ন এলাকা এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভোর থেকেই মহড়া দেন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। গৌরীপুর-হোমনা সড়কের বিভিন্ন অংশেও আওয়ামী লীগ নেতা-কর্মীদের অবস্থান দেখা যায়। বিভিন্ন এলাকায় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা কয়েক দফা মিছিলও করেন।

দাউদকান্দির বিটেশ্বর এলাকায় বিএনপি নেতা–কর্মীদের বিক্ষোভ মিছিল। আজ সোমবার সকালে
ছবি: প্রথম আলো

এদিকে সোমবার সকাল ১০টার দিকে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপজেলার শহীদনগর-মোহাম্মদপুর সড়কের একটি মাঠে কয়েক মিনিটের জন্য সমাবেশ করে। সেখানে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য খন্দকার মারুফ হোসেন। তবে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের উপস্থিতি আঁচ করতে পেরে দ্রুত সরে যান বিএনপির নেতা-কর্মীরা।

সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার তিনপাড়া গ্রামের সড়কে বিটেশ্বর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন। ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উপস্থিতি আঁচ করতে পেরে দ্রুত তাঁরা চলে যান।

সকাল থেকে বিক্ষিপ্ত হামলায় ১০ নেতা–কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ করেছে বিএনপি। উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক রুহুল আমীন বলেন, তাঁদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কেন্দ্রীয় কর্মসূচির অংশ ছিল। উপজেলার গৌরীপুর, শহীদনগর ও বিটেশ্বরে বিএনপির কর্মীদের ওপর সকাল সাতটা থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা লাঠিসোঁটা নিয়ে ব্যাপক হামলা চালিয়ে ১০ জনকে আহত করেছে। আহত ব্যক্তিদের ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলামগীর ভূঞা বলেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ সার্বক্ষণিক সতর্ক অবস্থায় ছিল।