সিলেটে অটোরিকশার সঙ্গে ট্রাক্টরের সংঘর্ষে নিহত ২
সিলেটের গোয়াইনঘাটে সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে গোয়াইনঘাটের সারী-গোয়াইনঘাট সড়কের গোয়াইন ব্রিজসংলগ্ন পূর্ণানগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন গোয়াইনঘাট উপজেলার কর্নি গ্রামের ইসমাইল আলীর ছেলে নজরুল ইসলাম (৫০) ও লেঙ্গুড়া গ্রামের আরফান মিয়ার ছেলে জসির উদ্দিন (৬৫)। দুর্ঘটনায় অটোরিকশা, ট্রাক্টরের চালকসহ সাতজন আহত হয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গোয়াইনঘাটের লাফনাউট মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল থেকে রাত আটটার দিকে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন যাত্রীরা। অটোরিকশাটি পূর্ণানগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ট্রাক্টরটি উল্টে যায়। এ ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার চালক, যাত্রীসহ ছয়জন এবং ট্রাক্টরের চালক, আরোহীসহ তিনজন আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নজরুল ইসলামকে মৃত ঘোষণা করেন। চিকিৎসাধীন অবস্থায় মারা যান জসির উদ্দিন।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে। নিহত ব্যক্তিদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। ঘটনাস্থল থেকে সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাক্টর উদ্ধার করা হয়েছে।