বিজয় এক্সপ্রেস ট্রেন লক্ষ্য করে পাথর নিক্ষেপ, চালক আহত

আন্তনগর বিজয় এক্সপ্রেস ট্রেন লক্ষ্য করে পাথর নিক্ষেপের ঘটনায় আহত চালক মো. আতিকুল ইসলামকে বুধবার রাতেই হাসপাতালে নেওয়া হয়ছবি: সংগৃহীত

আন্তনগর বিজয় এক্সপ্রেস ট্রেন লক্ষ্য করে পাথর নিক্ষেপের ঘটনায় চালক (লোকোমাস্টার) মো. আতিকুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ-ভৈরব রেলপথের ঈশ্বরগঞ্জ উপজেলার মরাখলা এলাকায় এ ঘটনা ঘটে। ট্রেনটি ওই সময় জামালপুর থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল।

এই ঘটনার পর সহকারী লোকোমাস্টার মো. আবদুল হালিম এবং ট্রেনে কর্তব্যরত পুলিশ আহত চালক আতিকুল ইসলামকে প্রথমে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ময়মনসিংহ জংশন থেকে বিকল্প চালক আসার পর দিবাগত রাত ২টার দিকে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়।

কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আমিনুল হক মুঠোফোনে বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ আজ বৃহস্পতিবার ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।

ময়মনসিংহ রেলওয়ে সূত্রে জানা যায়, চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি গৌরীপুর জংশনে যাত্রাবিরতির পর রাত ১১টা ৫ মিনিটে পরবর্তী গন্তব্যের দিকে ছেড়ে যায়।

সহকারী লোকোমাস্টার আবদুল হালিম বলেন, রাত ১১টা ২০ মিনিটের দিকে ট্রেনটি গৌরীপুর উপজেলার বোকাইনগর ও ঈশ্বরগঞ্জ উপজেলার মরাখলা এলাকার মাঝামাঝি স্থানে পৌঁছে। তখন দুবার পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। একটি পাথর লক্ষ্যভ্রষ্ট হলেও অপরটি চালক আতিকুল ইসলামের মুখে লাগে। পাথরের আঘাতে তিনি আসন থেকে ঢলে পড়েন। এ সময় তাঁর নাক কেটে গিয়ে দরদর করে রক্ত ঝরতে থাকে। এ অবস্থায় ট্রেনটি ঈশ্বরগঞ্জ রেলওয়ে প্ল্যাটফর্মে নিয়ে থামানো হয়। চালককে হাসপাতালে নেওয়া হয়।