নদীতে গোসলে নেমে নিখোঁজের ১৭ ঘণ্টা পর শিশুটির লাশ উদ্ধার

পানিতে ডুবে মৃত্যু
প্রতীকী ছবি

ফরিদপুরের মধুখালী উপজেলায় নদীতে ডুবে নিখোঁজের ১৭ ঘণ্টা পর এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার কামারখালী ইউনিয়নের বক্সিপুর-গয়েশপুর এলাকায় মধুমতী নদীতে লাশটি দেখতে পান স্থানীয় লোকজন। খবর পেয়ে স্বজনেরা এসে লাশটি উদ্ধার করেন।

মারা যাওয়া শিশুটির নাম আবীর মোল্লা (৯)। সে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের বরইচারা গ্রামের বাসিন্দা এবং রিকশা-সাইকেলের মেরামতকারী রমজান মোল্লার ছেলে। তিন বোন ও এক ভাইয়ের মধ্যে আবীর ছিল সবার ছোট। শিশুটির লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন দারিয়াপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল সবুর।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, আবীর সাঁতার জানত না। গতকাল বুধবার বেলা দুইটার দিকে বাড়ির পাশে গড়াই নদে গোসল করতে নেমে সে পানিতে ডুবে যায়। এলাকাবাসী নদে খোঁজাখুঁজি করে আবীরকে উদ্ধার করতে না পেরে স্থানীয় ফায়ার সার্ভিসকে খবর দেন। বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরিরা নদে তল্লাশি করে আবীরের কোনো সন্ধান পাননি।

শ্রীপুর ফায়ার সার্ভিসের লিডার মনিরুল ইসলাম বলেন, খুলনা থেকে সাত সদস্যের একটি ডুবুরি দল গতকাল বিকেল চারটা থেকে উদ্ধার অভিযান শুরু করে। তিন ঘণ্টা চেষ্টা করে সন্ধ্যা সাতটা পর্যন্ত শিশুটির সন্ধান পাওয়া যায়নি।

দারিয়াপুর ইউনিয়নের গঙ্গারামখালী গ্রামের বাসিন্দা ও ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী শুভ বিশ্বাস প্রথম আলোকে বলেন, ডুবে যাওয়ার ১৭ ঘণ্টা পর ঘটনাস্থল থেকে অন্তত ২০ কিলোমিটার দক্ষিণে ফরিদপুরের বক্সিপুর-গয়েশপুর এলাকায় মধুমতী নদীতে শিশু আবীরের লাশ ভেসে ওঠে। খবর পেয়ে স্বজনেরা গিয়ে লাশটি উদ্ধার করে বাড়িতে এনে দাফন করেন।