আত্রাইয়ে দুই প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সহিংসতা, আহত ৪

উপজেলা পরিষদ নির্বাচন
প্রতীকী ছবি

নওগাঁর আত্রাই উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে কই মাছ প্রতীকের প্রার্থী এবাদুর রহমান ও কাপ পিরিচ প্রতীকের প্রার্থী মমতাজ বেগমের কর্মী-সমর্থকদের মধ্যে সহিংসতার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত চারজন। গতকাল শুক্রবার রাত আটটার দিকে উপজেলার জয়সারা আব্বাসের মোড়ে এ ঘটনা ঘটে।

আহত চারজন হলেন উপজেলার দীঘা গ্রামের শহিদুল ইসলাম (৬২), মনিরুজ্জামান রনি (৩৮), জগদীশপুর গ্রামের জিহাদ হোসেন (২২) ও সাহেবগঞ্জ গ্রামের কামনা আক্তার (২৮)। গুরুতর আহত শহীদুল ইসলাম ও মুনিরুজ্জামানকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় দীঘা গ্রামের সাজেদুর রহমান বাদী হয়ে গতকাল রাত সাড়ে ১২টায় থানায় মামলা করেন। পরে আটজনকে গ্রেপ্তার করে আজ শনিবার আদালতের মাধ্যমে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে। কারাগারে পাঠানো আটজন হলেন রাব্বি হোসেন, শহীদ হোসেন, আশিক হোসেন, আশরাফুল ইসলাম, রফিক হোসেন, মোজাফ্ফর হোসেন, হাফিজ ও শহীদ।

এ নিয়ে আজ শনিবার দুপুরে উপজেলা পরিষদ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বর্তমান চেয়ারম্যান ও কই মাছ প্রতীকের প্রার্থী এবাদুর রহমানের ভাই শহীদুল ইসলাম। তিনি বলেন, গতকাল রাত আটটার দিকে উপজেলার জয়সারা আব্বাসের মোড়ে কর্মী-সমর্থকদের নিয়ে ভাইয়ের পক্ষে নির্বাচনী প্রচার চালাচ্ছিলেন তিনি (শহীদুল)। এ সময় প্রতিদ্বন্দ্বী কাপ পিরিচ প্রতীকের প্রার্থী মমতাজ বেগমের ছেলের নেতৃত্বে ১০ থেকে ১৫ জন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান। এতে তিনি (শহীদুল), মুনিরুজ্জামান রনিসহ চারজন আহত হয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে কাপ পিরিচ প্রতীকের প্রার্থী মমতাজ বেগম বলেন, ‘কই মাছ প্রতীকের প্রার্থীর ভাই ও ভাতিজা আমার ভোটারকে টাকা দিয়ে কেনার চেষ্টা করছেন, এমন খবর পেয়ে আমরা সেখানে গেলে তাঁরা আমাদের ওপর চড়াও হন।’

আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক লুৎফা খাতুন বলেন, শুক্রবার দিবাগত রাত একটার দিকে আহত চারজনকে হাসপাতালে আনা হলে তাঁদের চিকিৎসা দেওয়া হয়।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, একটি গাড়িতে করে মানুষ অপহরণ করে নিয়ে যাওয়া হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে থানার সামনে চেকপোস্ট বসিয়ে গাড়িসহ আটজনকে থানায় নিয়ে আসা হয়। তবে গাড়িতে কোনো অপহরণকারীকে পাওয়া যায়নি। পরে নির্বাচনী কাজে বাধা ও মারধরের অভিযোগে সাজেদুর রহমানের করা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

তৃতীয় ধাপে ২৯ মে নওগাঁর আত্রাই ও রানীনগর উপজেলা পরিষদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।