নৌকার পক্ষে প্রচারণা করতে না চাওয়ায় নারী ইউপি সদস্য লাঞ্ছিত

কুতুবপুর ইউপি চেয়ারম্যান সেলিম রেজা ও সংরক্ষিত নারী ইউপি সদস্য রহিমা খাতুন
ছবি: সংগৃহীত

মেহেরপুরে নৌকার পক্ষে প্রচারণা করতে না চাওয়ায় এক সংরক্ষিত নারী ইউপি সদস্যকে লাঞ্ছিত করে ইউনিয়ন পরিষদ থেকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ইউপি চেয়ারম্যান এ কাজ করেছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। গতকাল মঙ্গলবার দুপুরে সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী নারীর নাম রহিমা খাতুন। তিনি সদর উপজেলার কুতুবপুর ইউপির ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য। তিনি নির্বাচনী অনুসন্ধান কমিটি ও মেহেরপুর সদর থানা-পুলিশের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

আরও পড়ুন

রহিমা খাতুন বলেন, ‘কুতুবপুর ইউপি চেয়ারম্যান সেলিম রেজা গতকাল মঙ্গলবার অনির্ধারিত একটি সভার আয়োজন করেন। সেখানে ইউনিয়নের সব ইউপি সদস্যকে আমন্ত্রণ করা হয়। উপস্থিত সব ইউপি সদস্যকে নৌকার পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে অঙ্গীকার চান তিনি। এ সময় আমি আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন করছেন জানালে আমাকে লাঞ্ছিত করা হয়। অশ্লীল ভাষায় গালাগালি করতে থাকেন চেয়ারম্যান সেলিম। এ সময় তিনি বলেন, নৌকার পক্ষে ভোট না করলে রহিমাকে পরিষদে ঢুকতে দেওয়া হবে না। এরপর আমাকে সভা থেকে বের করে দেওয়া হয়।’ রহিমা বলেন, ‘আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

মেহেরপুর জেলা মহিলা আওয়ামী লীগর সাধারণ সম্পাদক লাভলি ইয়াসমিন বলেন, ‘আমার এক নেত্রীকে ইউপি চেয়ারম্যান সেলিম রেজা ঘাড় ধাক্কা দিয়ে পরিষদ থেকে বের করে দিয়েছেন। এ ঘটনার বিচার চাই আমরা। বিচার না পেলে পরিষদ ঘেরাওসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।’

আরও পড়ুন
মেহেরপুর-১ আসনের নৌকার প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য ফরহাদ হোসেন (বাঁয়ে) এবং ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য আবদুল মান্নান
ফাইল ছবি

অভিযোগের বিষয়ে জানতে চাইলে কুতুবপুর ইউপি চেয়ারম্যান সেলিম রেজা বলেন, ‘এই ইউনিয়নের সংরক্ষিত নারী ইউপি সদস্য রহিমা খাতুনকে আহ্বান করা হয়েছিল নৌকার পক্ষে থাকতে। কিন্তু তিনি হঠাৎ করে উত্তেজিত হয়ে সভা ছেড়ে চলে যান। এখন তিনি আমার বিরুদ্ধে মিথ্যাচার করছেন।’

এ ব্যাপারে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শামীম হাসান বলেন, ইউপি সদস্য রহিমা খাতুনের অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নির্বাচনকে অবাধ–সুষ্ঠু করতে জেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

আরও পড়ুন

মেহেরপুর-১ (সদর-মুজিবনগর) আসনের নৌকার প্রার্থী টানা দুবারের সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি। আওয়ামী লীগের সাবেক দুবারের সংসদ সদস্য আবদুল মান্নান দলীয় মনোনয়ন চেয়েছিলেন। তিনি মনোনয়নবঞ্চিত হয়ে ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। আবদুল মান্নান জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য। ইউপি সদস্য রহিমা খাতুন আবদুল মান্নানের পক্ষে প্রচারণায় অংশ নিচ্ছেন।

ভোটের মাঠে আওয়ামী লীগের আরও এক সাবেক সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তিনি জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি জয়নাল আবেদীন। তাঁর প্রতীক ঈগল। এর বাইরে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় পার্টির আবদুল হামিদ (লাঙ্গল প্রতীক), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের বাবুল জম (ছড়ি প্রতীক) এবং ন্যাশনাল পিপলস্ পার্টির (এনপিপি) তরিকুল ইসলাম (আম প্রতীক)।

আরও পড়ুন