ভোটে কারচুপি হলে সেই ভোটকেন্দ্রের ভোট বাতিল করা হবে: ইসি আহসান হাবিব

কুষ্টিয়ায় সাংবাদিকদের সঙ্গে কথা বলছেনব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষেছবি; প্রথম আলো

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান বলেছেন, ‘নির্বাচনে যে বাধাই আসুক না কেন, সবল কিংবা দুর্বল প্রার্থী সবাই আমাদের কাছে সমান। ৭ জানুয়ারি ভোটে কারচুপি হলে সেই ভোটকেন্দ্রের ভোট বাতিল করা হবে। তদন্ত সাপেক্ষে ওই কেন্দ্রের কর্মকর্তাদের বহিষ্কার করা হবে। ভোট সুষ্ঠু করতে বর্তমান নির্বাচন কমিশন জিরো টলারেন্স মন্ত্রে বিশ্বাসী। কাউকে ছাড় দেওয়া হবে না। সে যত শক্তিশালীই হোক না কেন, আর দুর্বলই হোক না কেন, সবাই কমিশনের কাছে সমান।’

আরও পড়ুন

আজ মঙ্গলবার দুপুর ১২টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রার্থী ও তাঁদের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় শেষে ইসি আহসান হাবিব খান এসব কথা বলেন। তিনি বলেন, ‘সহিংসতায় জড়ানোর পর কথা না শুনলে পত্র দেওয়া হবে। পত্রে কাজ না হলে অ্যাকশন। এমনকি বেশি সহিংসতা করলে প্রার্থিতাও বাতিল হতে পারে।’

আরও পড়ুন

ইসি আরও বলেন, সাংবাদিকদের সহযোগিতার জন্য যা যা করার, সবই করা হয়েছে। আর ভোটারদের বাড়ি থেকে কেন্দ্রে এনে সুষ্ঠু পরিবেশে ভোট প্রদান করার সব ব্যবস্থা কমিশন গ্রহণ করেছে।

আরও পড়ুন

এ সময় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এহেতেশাম রেজা, পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব, জেলার সব সংসদীয় আসনের প্রার্থী ও তাঁদের প্রতিনিধি, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন