বিশ্ববিদ্যালয়ের ছাত্র না হয়েও ২০ মাস ধরে ক্যাম্পাসে, করেছেন ক্লাসও

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী পরিচয়ে ২০ মাস ধরেই ছিলেন ক্যাম্পাসে। করেছেন ক্লাস। সক্রিয় ছিলেন ছাত্রলীগের রাজনীতিতে। অবশেষে ধরা পড়েছেন তিনি। তাঁর নাম রাব্বি মিয়া।

গত বৃহস্পতিবার দুপুরে ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের পরীক্ষায় নিজের নাম ও আইডি নম্বর লিখতে না পারায় বিভাগের শিক্ষকদের জিজ্ঞাসাবাদে তাঁর প্রতারণার এ তথ্য বেরিয়ে আসে। তবে শিক্ষকেরা তাঁকে আটক করার আগেই তিনি পালিয়ে যান। তিনি এর আগে কোনো পরীক্ষায় অংশ নিয়েছেন কি না, তা জানাতে পারেননি বিভাগের শিক্ষকেরা।

ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষে শিক্ষার্থী ও প্রক্টরিয়াল বডি সূত্রে জানা যায়, রাব্বি মিয়া ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সঙ্গে শুরু থেকেই ক্লাসে অংশ নিতেন। ওই শিক্ষাবর্ষের ক্লাস শুরু হয়েছিল ২০২২ সালের অক্টোবরে। সেই হিসাবে ২০ মাস ধরেই তিনি ক্যাম্পাসে ছিলেন। ইতিহাস বিভাগের ছাত্র পরিচয়ে ছাত্রলীগের একটি উপপক্ষের রাজনীতিতেও যুক্ত হয়েছিলেন তিনি। সেই সুবাদে থাকতেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আবাসিক শহীদ আব্দুর রব হলে।

ছাত্রলীগের ওই উপপক্ষের নাম চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার (সিএফসি)। এর নেতা-কর্মীরা নিজেকে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর অনুসারী হিসেবে পরিচয় দেন। ছাত্র না হয়েও কীভাবে ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত ছিলেন জানতে চেয়ে সিএফসির নেতা ও শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবীবের ফোনে একাধিকবার কল করা হলেও সাড়া পাওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোহাম্মদ অহিদুল আলম প্রথম আলোকে বলেন,  ওই তরুণ ক্যাম্পাসে অবস্থানসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডেও জড়িত ছিল বলে তাঁরা জানতে পেরেছেন। তাঁর বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা করা হবে। রোববার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।