বাগেরহাটে বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু, আহত ৬

বজ্রপাত
প্রতীকী ছবি

বাগেরহাটের শরণখোলা উপজেলায় বৃষ্টির সময় বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন অপর ছয়জন। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের পুরতন লঞ্চঘাট-সংলগ্ন বান্ধাকাটা এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুজন হলেন মোস্তফা (৫৫) ও মিলন (৩৫)। তাঁরা দুজন ট্রলারশ্রমিক। আহত ছয়জন শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। প্রাথমিকভাবে তাঁদের নাম জানা যায়নি।

শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন বলেন, বজ্রপাতে মারা যাওয়া দুজন ইটের ট্রলারের শ্রমিক। পাশের মোরেলগঞ্জ উপজেলা বালিবাপাড়া এলাকায় দুজনের বাড়ি। তাঁদের সঙ্গে কয়েকজন ছিলেন। তাঁরাও আহত হন।

স্থানীয় বাসিন্দা তারিকুল ইসলাম বলেন, মোরেলগঞ্জ উপজেলার একটি ইটভাটা থেকে আজ সকাল ৯টার দিকে নদী পথে ইট নিয়ে বান্ধাকাটায় পৌঁছায় একটি ট্রলার। বৃষ্টি শুরু হওয়ায় ট্রালারের শ্রমিকেরা ইট নামানো শুরু না করে পাশের একটি ঘরে আশ্রয় নেন। এ সময় বজ্রপাতে আটজন আহত হন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। অপর ছয়জনকে একই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রিয় গোপাল বিশ্বাস বলেন, বজ্রপাতে আক্রান্ত মোট আটজনকে হাসপাতালে নিয়ে আসেন স্থানীয় লোকজন। এর মধ্যে দুজনকে তাঁরা মৃত অবস্থায় পেয়েছেন। বজ্রপাতে তাঁরা হয়তো ঘটনাস্থলেই মারা গেছেন। আহত ছয়জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাঁরা শঙ্কামুক্ত।