মিরসরাইয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আটক ১
চট্টগ্রামের মিরসরাইয়ে ৭ বছরের এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঈদের দিন গতকাল সোমবার বিকেল সাড়ে চারটায় এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার শিশুটির পরিবারের লোকজন জানান, প্রাথমিক চিকিৎসা শেষে শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ দুলাল নামের একজনকে আটক করেছে।
শিশুটির দাদা প্রথম আলোকে বলেন, ‘অভিযুক্ত দুলাল পেশায় মিনি পিকআপের চালক। ঈদের দিন বিকেলে দুলালের বাড়ির সামনে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল আমার নাতনি। এ সময় দুলাল তাকে ফুসলিয়ে তার ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হলে দুলাল বাড়ি ছেড়ে পালিয়ে যায়।'
এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, 'একটি শিশু ধর্ষণের শিকার হওয়ার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়েছি। শিশুটিকে প্রাথমিক চিকিৎসা শেষে পরীক্ষা-নিরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত দুলালকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ চলছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেব আমরা। তবে এ ঘটনায় এখনো কেউ থানায় লিখিত অভিযোগ করেননি।'