ভোলায় স্বতন্ত্র ইউপি চেয়ারম্যান প্রার্থীর কার্যালয় দখল ও নারী কর্মীদের শ্লীলতাহানির অভিযোগ

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়ন পরিষদের (ইউপি) উপনির্বাচনের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. নাজিমউদ্দিন হাওলাদার। আজ শনিবার সকালে ভোলার স্থানীয় একটি পত্রিকার কার্যালয়ে
ছবি: নেয়ামতউল্যাহ

ভোলার দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়ন পরিষদের (ইউপি) উপনির্বাচনের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. নাজিমউদ্দিন হাওলাদারের নির্বাচনী কার্যালয় দখল ও তাঁর নারী কর্মী-সমর্থকদের ওপর হামলা চালানোর অভিযোগ পাওয়া হয়েছে। একই সঙ্গে তাঁর নারী কর্মীদের শ্লীলতাহানি করার অভিযোগ পাওয়া গেছে।

আজ শনিবার সকালে ভোলার স্থানীয় একটি পত্রিকার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর কর্মী–সমর্থকদের বিরুদ্ধে এসব অভিযোগ করেন নাজিমউদ্দিন। লিখিত অভিযোগের অনুলিপি নির্বাচন কর্মকর্তা, উপজেলা প্রশাসন ও পুলিশসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠিয়েছেন বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নাজিমউদ্দিন হাওলাদার বলেন, তিনি চরপাতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। এবারও উপনির্বাচনে তিনি চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। ইউনিয়নের ভূঁইয়ারহাট এলাকায় একটি মাত্র নির্বাচনী কার্যালয় করেছিলেন। তাঁর প্রতিপক্ষ আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবদুল হাইয়ের কর্মী মো. জসিম, বিল্লাল হোসেন, মো. বশির, মো. বিল্লাল, মো. আবদুল্লাহ, মো. ছিডু মেম্বার, আ. রহমান পাটোয়ারী, মো. আবুল কাশেম, মো. হানিফ, মো. মাকসুদসহ একদল অস্ত্রধারী গতকাল শুক্রবার বেলা ১টার দিকে তাঁর (নাজিমউদ্দিনের) নির্বাচনী কার্যালয় দখল করে নেন। এ সময় তাঁর পোস্টার, ব্যানার ছিঁড়ে ফেলে আবদুল হাইয়ের পোস্টার ও ব্যানার লাগিয়ে দেওয়া হয়। এ ছাড়া আওয়ামী লীগ প্রার্থীর লোকজন তাঁর নারী কর্মী-সমর্থকদের শ্লীলতাহানি করেন।

নাজিমউদ্দিন হাওলাদার আরও বলেন, নির্বাচনী কার্যালয় দখলের সময় আওয়ামী লীগ প্রার্থীর কর্মীরা তাঁর (নাজিমউদ্দিন) মেয়ে, ভাতিজি, শ্যালকের মেয়েসহ কয়েকজন নারী কর্মীর ওপর হামলা করেন। গতকাল বিকেলে তাঁর (নাজিমউদ্দিনের) নারী কর্মী-সমর্থকেরা নির্বাচনী প্রচারপত্র বিতরণ ও নির্বাচনী প্রচার চালাচ্ছিলেন। ওই সময় আওয়ামী লীগ প্রার্থীর কর্মীরা তাঁর নারী কর্মীদের চড়থাপ্পড় দেন ও  মারধর করেন। এ সময় দুটি দামি মুঠোফোন ও টাকাসহ ব্যাগ ছিনিয়ে নিয়ে যান তাঁরা। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের তিনি শাস্তি চান।

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী কার্যালয় দখল এবং তাঁর নারী কর্মীদের ওপর হামলা চালানোর অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল হাই বলেন, নাজিমউদ্দিন হাওলাদার কোনো নির্বাচনী কার্যালয় নির্মাণ করেছেন বলে তিনি জানেন না। তাঁর নারী কর্মীদের ওপর হামলা ও তাঁদের শ্লীলতাহানি করার প্রশ্নই ওঠে না। তিনি (নাজিমউদ্দিন) নির্বাচনী পরিবেশ ঘোলা করার পাঁয়তারা করছেন।

এ বিষয়ে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, স্বতন্ত্রপ্রার্থী নাজিমউদ্দিন হাওলাদার তাঁদের কাছে এ বিষয়ে মৌখিক অভিযোগ করলেও কোনো লিখিত অভিযোগ এখনো করেননি।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, অভিযোগ মৌখিক কিংবা লিখিত কিছুই তিনি পাননি। তথ্যভিত্তিক অভিযোগ পেলে তাঁরা ব্যবস্থা নেবেন।

সম্প্রতি চরপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মারা যাওয়ার পদটি শূন্য হয়। ২৫ মে সেখানে উপনির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।