২ দিনেও মামলা হয়নি, আটক নেই কেউ

ঝিনাইদহের শৈলকুপা থানার সামনে নিহত তিনজনের লাশ দেখতে উৎসুক জনতা ভিড় করেছিলেনফাইল ছবি: প্রথম আলো

ঝিনাইদহের শৈলকুপায় গুলি করে তিনজনকে হত্যার ঘটনায় দুই দিন পার হলেও আজ রোববার সকাল পর্যন্ত কোনো মামলা হয়নি। এ ঘটনায় কাউকে আটকও করা হয়নি।

গত শুক্রবার রাতে শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মাঠে তিনজনকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। এ সময় নিহত হন ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার আহাদনগর গ্রামের হানেফ আলী (৫৬), তাঁরই শ্যালক একই উপজেলার শ্রীরামপুর গ্রামের লিটন হোসেন (৩৫) ও কুষ্টিয়া সদরের পিয়ারপুর গ্রামের রাইসুল ইসলাম (২৫)।

এই তিনজন একসময় চরমপন্থী দলের নেতা–কর্মী ছিলেন বলে পুলিশ জানিয়েছে। হানেফ পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) আঞ্চলিক নেতা ছিলেন। তিনি একটি মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন, পরে তিনি সাধারণ ক্ষমা পেয়ে মুক্তি পান। তাঁদের সবাইকে মাথায় গুলি করে হত্যা করা হয়।

আরও পড়ুন

আরেক চরমপন্থী দল জাসদ গণবাহিনী বার্তা পাঠিয়ে এই হত্যার দায় স্বীকার করেছে। ঘটনার পরপরই ঝিনাইদহে কর্মরত গণমাধ্যমকর্মীদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হয়। বার্তায় উল্লেখ করা হয়, ‘তিনজনকে গুলি করে হত্যা করা হয়েছে। কালু জাসদ গণবাহিনী।’ তবে ঘটনার সঙ্গে সঙ্গে এই বার্তা নিয়ে স্থানীয়দের মধ্যে ধোঁয়াশা তৈরি হয়েছে। কেউ কেউ মনে করছেন, ঘটনা অন্যদিকে মোড় দিতে হয়তো বার্তা পাঠানো হয়েছে।

আরও পড়ুন

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুম খান বলেন, এখনো মামলা হয়নি, তবে আজ হবে। মামলার প্রস্তুতি চলছে। এখন পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি বলে তিনি জানান।