রেললাইন ধরে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় শ্রমিক নিহত

নরসিংদীতে ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন মিলন মিয়া ওরফে সাগর
ছবি: সংগৃহীত

নরসিংদীতে সদর উপজেলায় রেললাইন ধরে হাঁটার সময় মহানগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একজন শ্রমিক নিহত হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার চিনিশপুর ইউনিয়নের চিনিশপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পরে রাত ৯টার দিকে তাঁর লাশ উদ্ধার করে মর্গে পাঠায় রেলওয়ে পুলিশ।

নিহত মিলন মিয়া ওরফে সাগর (২০) সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার রঘুনীলি গ্রামের আবদুল খালেকের ছেলে। তিনি নরসিংদী সদরের শিলমান্দী এলাকার একটি টেক্সটাইল কারখানার শ্রমিক ছিলেন।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল সন্ধ্যার দিকে রেললাইনে অসতর্কভাবে হাঁটছিলেন মিলন। ওই সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আন্তনগর মহানগর এক্সপ্রেস ট্রেনটি নরসিংদী হয়ে রাজধানীর দিকে যাচ্ছিল। ট্রেনটি চিনিশপুর এলাকা অতিক্রমের সময় এর ধাক্কায় মিলন রেললাইনে ছিটকে পড়ে হাত-পা ও মাথায় আঘাত পান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

স্থানীয়দের কাছ থেকে ঘটনা শুনে নরসিংদী রেলওয়ে স্টেশনের মাস্টার সোনিয়া আক্তার বিষয়টি রেলওয়ে পুলিশকে জানান। খবর পেয়ে রাত সাড়ে আটটার দিকে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক নাজিবুর রহমান ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেন। সঙ্গে থাকা মুঠোফোনের সূত্র ধরে তাঁর পরিচয় নিশ্চিত হয় পুলিশ। পরে সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশ রেলওয়ে ফাঁড়িতে নিয়ে আসা হয়।

উপপরিদর্শক নাজিবুর রহমান বলেন, ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ওই শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁর স্বজনদের খবর জানানো হয়েছে। তাঁরা এলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।