কক্সবাজারের হোটেল থেকে পর্যটকের লাশ উদ্ধার
কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্টের একটি আবাসিক হোটেল থেকে পুলিশ এক পর্যটকের লাশ উদ্ধার করেছে। তাঁর নাম মো. কাউসার আলম (২৬)। তিনি জয়পুরহাট সদরের দিঘিপাড়া গ্রামের মো. মোফাজ্জল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে হোটেলের ৪০৬ নম্বর কক্ষ থেকে কাউসারের লাশ উদ্ধার করা হয়। খাটের ওপর তাঁর লাশ পড়ে ছিল। এ সময় কক্ষ থেকে একাধিক চিরকুট উদ্ধার করা হয়। একটি চিরকুটে লেখা আছে, ‘আমার মৃত্যুর জন্য অন্য কেউ দায়ী নয়’। পুলিশের ধারণা, কোনো হতাশা থেকে তরুণ এই পর্যটক আত্মহত্যার পথ বেছে নিতে পারেন।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম বলেন, কাউসার আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। হোটেলের কক্ষে পাওয়া চিরকুটগুলো কাউসার আলমের হাতের লেখা কি না, তা পরীক্ষা করে দেখা হচ্ছে।
কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সেলিম উদ্দিন বলেন, গতকাল দুপুরে কাউসার হোটেলের ৪০৬ নম্বর কক্ষটি ভাড়া নেন। রাতের কোনো এক সময় তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ, সিআইডি, পিবিআই ও ট্যুরিস্ট পুলিশের পৃথক দল ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করে। রাত ১১টার দিকে ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
গতকাল সকালে উখিয়া সদরের আরাফাত হোটেলের ৩০৪ নম্বর কক্ষ থেকে নুসরাত জাহান লিজা (২৩) নামের এক তরুণীর লাশ উদ্ধার করে পুলিশ। সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিল তাঁর লাশ।
গত সোমবার রাতে শহরের কলাতলীর ওয়ার্ল্ড বিচ হোটেলের কক্ষ থেকে পুলিশ উদ্ধার করে সৌরভ সিকদার (২৮) নামের আরেক যুবকের লাশ। তিনি কক্সবাজারের কুতুবদিয়ার বাসিন্দা হলেও ঢাকায় থাকতেন।