বেনজীর প্রশ্নে আইজিপি বললেন, ব্যক্তির দায় পুলিশ নেবে না
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, ব্যক্তির দায় পুলিশ নেবে না। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন। সাবেক আইজিপি বেনজীর আহমেদের দুর্নীতির বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘এ বিষয়ে আপনাদের স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশ পুলিশ কখনো ব্যক্তির দায় সংগঠন হিসেবে নেয় না। যেভাবে এর তদন্তপ্রক্রিয়া চলছে, সে অনুযায়ী এটি নিষ্পত্তি হবে।’
পুলিশে শুদ্ধি অভিযানের বিষয়ে আইজিপি বলেন, ‘সব সময়ই আপনারা দেখেছেন, কোনো অপরাধের বিষয়ে যখনই আমাদের কাছে খবর আসে, সঙ্গে সঙ্গে দ্রুত আমরা ব্যবস্থা নিয়ে থাকি। আমরা কোনো বিষয়কে খাটো করে দেখি না।’
রাজশাহীর বাঘায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে দলটির এক নেতা নিহত হয়েছেন। সে সময় পুলিশের নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে আইজিপি বলেন, কোনো অভিযোগ থাকলে খতিয়ে দেখবেন।
আরএমপির ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার রাজশাহীতে আসেন আইজিপি। সন্ধ্যায় আরএমপির সদর দপ্তরে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করেন তিনি। পরে আজ সকাল ১০টায় তিনি পুলিশ লাইনসে দুটি কমপ্লেক্স উদ্বোধন করেন। সকাল সাড়ে ১০টার দিকে বেলুন ও পায়রা উড়িয়ে আরএমপির ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন আইজিপি।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আনিসুর রহমান, আরএমপির কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, জেলা পুলিশ সুপার সাইফুর রহমান, রাজশাহী পুলিশ একাডেমির অধ্যক্ষ মাসুদুর রহমান ভূঁইয়া, জেলা প্রশাসক শামীম আহমেদ প্রমুখ।