সরকার যতক্ষণ পদত্যাগ না করবে, ততক্ষণ আন্দোলন চালিয়ে যাবে বিএনপি: আমীর খসরু

লক্ষ্মীপুরে বিএনপির জনসমাবেশে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। গতকাল লক্ষ্মীপুর পৌর শহরের গোডাউন রোডের বশির ভিলায় প্রাঙ্গণে
ছবি: প্রথম আলো

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে এখন নির্বাচনের পরিবেশ নেই। তাই নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া কোনো নির্বাচনে জনগণ বা বিএনপি যাবে না। অবৈধ সরকার পদত্যাগের পর নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে। সরকার যতক্ষণ পদত্যাগ না করবে, ততক্ষণ রাস্তায় বিএনপির আন্দোলন চলতে থাকবে।

আজ শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে লক্ষ্মীপুর পৌর শহরের গোডাউন রোডের বশির ভিলায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জনসমাবেশ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু এসব কথা বলেন। সরকারের পদত্যাগ ও গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা বাস্তবায়নের দাবিতে এই কর্মসূচি পালিত হয়।

দুপুর থেকেই জেলার পাঁচটি উপজেলা থেকে বিএনপি দলীয় নেতা-কর্মীরা জনসমাবেশে যোগ দিতে বাসযোগে শহরে আসেন। পরে তাঁরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসমাবেশস্থলে উপস্থিত হন। দুপুরের পরপরই সমাবেশস্থল পরিপূর্ণ হয়ে যায়।
আওয়ামী লীগের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু আরও বলেছেন, আন্দোলন হচ্ছে ভোট চোরের বিরুদ্ধে। আওয়ামী লীগ মানুষের ভোট চুরি করে বারবার ক্ষমতা দখল করে। ভোট চুরির সঙ্গে যাঁরা জড়িত আছেন, তাঁরা কেউ রেহাই পাবেন না। প্রত্যেকের রেকর্ড সবার কাছে আছে।

বিএনপির এই নেতা বলেন, খুন, গুম, গায়েবি মামলা ও নির্যাতন করে বাংলাদেশের মানুষের আন্দোলন বন্ধ করা যাবে না। যত বেশি হামলা-গ্রেপ্তার হবে, তত বেশি আন্দোলন জোরদার হবে। বেশি মামলা করলে বেশি মানুষ রাস্তায় নেমে আসবেন।  
জনসমাবেশে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। এতে কেন্দ্রীয় বিএনপির সহশিল্পবিষয়ক সম্পাদক ও লক্ষ্মীপুর-৪ আসনের (রামগতি) আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজান, বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ ও জালাল আহমেদ মজুমদার, জেলা বিএনপির সদস্যসচিব সাহাবুদ্দিন সাবু প্রমুখ।

এদিকে বিএনপির জনসমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা শহরের গুরুত্বপূর্ণ উত্তর তেহমুনী ও দক্ষিণ তেহমুনীসহ কয়েকটি স্থানে অবস্থান নেয়। এ সময় তাঁরা বিক্ষোভ মিছিল করেন।