গাইবান্ধায় গণপিটুনিতে হত্যা মামলার প্রধান আসামি নিহত

নিহত সিরিকুল ইসলাম

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় গণপিটুনিতে শিশু বায়েজিদ হত্যা মামলার প্রধান আসামি সিরিকুল ইসলাম (৪৫) নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার ঘোড়াবান্ধা চৌরাস্তা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ।

পুলিশ জানায়, শিশু বায়েজিদ হত্যা মামলার প্রধান আসামি সিরিকুল ইসলাম সম্প্রতি উচ্চ আদালত থেকে জামিন পেয়ে কারামুক্ত হন। শনিবার সন্ধ্যার পর ঘোড়াবান্ধা চৌরাস্তা বাজার এলাকায় গেলে এলাকাবাসী তাঁকে ঘিরে ধরেন। পরে উপস্থিত জনতা তাঁকে গণপিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত নয়টার দিকে তিনি মারা যান।

গত ৮ মে বিকেলে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় শিশু বায়েজিদ। এরপর সে আর বাড়িতে ফেরেনি। আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন জায়গায় খুঁজেও তাঁকে পাওয়া যায়নি। বিষয়টি ওই দিনই পলাশবাড়ী উপজেলার হরিনাবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রে জানানো হয়। পরদিন ৯ মে দুপুরে পলাশবাড়ী থানায় সাধারণ ডায়েরি করেন শিশুটির মা রায়হানা বেগম। নিখোঁজের ছয় দিন পর ১৩ মে পলাশবাড়ী উপজেলার তালুক ঘোড়াবান্ধা গ্রামের একটি ধানখেত থেকে বায়েজিদের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত বায়েজিদ একই উপজেলার মনোহরপুর ইউনিয়নের বালুখোলা গ্রামের সৌদিপ্রবাসী তাহারুল ব্যাপারীর ছেলে। এ ঘটনায় সিরিকুল ইসলামসহ কয়েকজনকে আসামি করে থানায় হত্যা মামলা করা হয়। পরে সিরিকুলকে গ্রেপ্তার করে পুলিশ।