পটুয়াখালী পৌর আওয়ামী লীগের তিন নেতাকে বহিষ্কার

নির্বাচন
প্রতীকী ছবি

জেলা পরিষদ নির্বাচনে দল মনোনীত চেয়ারম্যান প্রার্থীর বিপক্ষে প্রচারণা ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে পটুয়াখালী পৌর আওয়ামী লীগের তিন নেতাকে সংগঠনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে পটুয়াখালী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুজ্জামান মনি স্বাক্ষরিত এক চিঠিতে এ কথা জানানো হয়েছে। বহিষ্কারের চিঠি জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর পাঠানো হয়েছে।

বহিষ্কৃত ব্যক্তিরা হলেন পৌর আওয়ামী লীগের ২ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. ফারুক মৃধা, ৫ নম্বর ওয়ার্ড সভাপতি মো. আনিচুর রহমান ও কার্যনির্বাহী সদস্য নাসরুল্লাহ সিকদার।

বহিষ্কারের চিঠিতে ওই তিন নেতাকে বলা হয়, ‘আপনারা পৌর আওয়ামী লীগের পদে থেকে আসন্ন জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমানের বিপক্ষে কাজ করছেন। আপনারা স্বতন্ত্র প্রার্থী হাফিজুর রহমানের নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করে আসছেন। যা জেলা ও পৌর আওয়ামী লীগ নেতাদের দৃষ্টিগোচর হয়েছে। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন ও দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে আপনাদের পৌর আওয়ামী লীগের পদপদবি থেকে বহিষ্কার করা হলো।’

বহিষ্কারের ব্যাপারে জানতে চাইলে ফারুক মৃধা বলেন, ‘আসলে আমি বিষয়টি এখনো জানি না।’