বান্দরবানে ট্রাকের চাপায় মা ও প্রতিবন্ধী শিশুর মৃত্যু

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

বান্দরবান শহরের কালাঘাটা এলাকায় একটি দ্রুতগামী ট্রাকের চাপায় মা ও প্রতিবন্ধী মেয়েশিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। পাঁচ বছরের প্রতিবন্ধী শিশুর মাথার ওপর দিয়ে দ্রুতগামী ট্রাক চলে গেলে ঘটনাস্থলে সে মারা যায়। মাথায় আঘাতপ্রাপ্ত মাকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

কয়েকজন প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, কালাঘাটা বড়ুয়ার টেক এলাকার আমেনা বেগম (৩৬) তাঁর প্রতিবন্ধী শিশু আয়েশাকে সঙ্গে নিয়ে বাসা থেকে বের হন। তাঁরা সড়ক ধরে হাঁটার সময় পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক শিশু আয়েশার ওপর দিয়ে চলে যায়। ট্রাকের চাকায় চাপা পড়ে আয়েশার মাথা গুঁড়িয়ে যায়। এ সময় ট্রাকের ধাক্কায় মা আমেনা বেগমও মাথায় প্রচণ্ড আঘাত পান। এলাকার লোকজন সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

বান্দরবান সদর থানার উপপরিদর্শক (এসআই) ও ঘটনার তদন্ত কর্মকর্তা আবদুর রহমান জানান, ট্রাকের চালকের নাম জাহাঙ্গীর আলম (৩৫)। তাঁর বাড়িও কালাঘাটা ফেন্সিঘোনা এলাকায়। ঘটনার পর তিনি পালিয়ে যান। ট্রাকটি জব্দ করা হয়েছে। মা ও প্রতিবন্ধী শিশুর লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।