ভারী বর্ষণে খাগড়াছড়িতে পাহাড়ি ঢল, দীঘিনালা-লংগদু সড়কে বন্ধ যান চলাচল

পাহাড়ি ঢলে সড়ক ডুবে যাওয়ায় আটকা পড়েছে পণ্যবাহী একটি ট্রাক। খাগড়াছড়ির দীঘিনালার হেড কোয়ার্টার এলাকায়ছবি: প্রথম আলো

ভারী বর্ষণে পাহাড়ি ঢলে মাইনী নদীর পানি বৃদ্ধি পেয়ে দীঘিনালার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে রাঙামাটির লংগদু ও খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বেশ কয়েকটি গ্রামের গ্রামীণ সড়ক ও ফসলের খেত তলিয়ে গেছে। সড়কের পানি ওঠায় লংগদু-দীঘিনালা সড়কে সরাসরি যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

মাইনী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় দীঘিনালার মেরুং ইউনিয়নের সোবাহানপুর, চিটাগাংগ্গ্যেপাড়া ও মেরুং বাজারের একাংশ পানিতে ডুবে গেছে। দীঘিনালা-লংগদু সড়কের হেডকোয়ার্টার, আটরকছড়াসহ কয়েকটি স্থান ডুবে গিয়ে সরাসরি যান চলাচল বন্ধ রয়েছে।

স্থানীয় লোকজন ও যানবাহন চালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভারী বর্ষণের কারণে আজ সোমবার সন্ধ্যা থেকে দীঘিনালার হেডকোয়ার্টার এলাকায় লংগদু সড়কের প্রায় কয়েক শ মিটার ডুবে গেছে। রাতেই সড়কের ওপর বেশ কিছু যানবাহন আটকা পড়ে। ওই এলাকার যাত্রীরা হেঁটে ডুবে যাওয়া সড়ক পার হয়ে অপর পাশ থেকে আবার যানবাহন নিয়ে গন্তব্যে গেছে।

আজ দুপুরে ওই এলাকায় গিয়ে দেখা যায়, পণ্যবাহী একটি ট্রাক পানিতে বিকল হয়ে পড়ে আছে। লোকজন কোমরসমান পানি ডিঙিয়ে সড়ক পার হচ্ছেন।

দীঘিনালা উপজেলায় নির্বাহী কর্মকর্তা অমিত কুমার সাহা বলেন, পানি কমে যাচ্ছে। তবে গতকাল দুটি আশ্রয়কেন্দ্রে শতাধিক লোকজন আশ্রয় নিলেও আজ সকালে একটা আশ্রয়কেন্দ্র থেকে সবাই চলে গেছে। বর্তমানে ছোট মেরুং বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয়কেন্দ্রে এখনো ৪৮ জন আছে। তাদের খাবার এবং পানির ব্যবস্থা করা হয়েছে।