৭৫ বছর বয়সী জামিরন বললেন, ‘ভোট দিতে ভালো লাগে, তাই ভোট দিচি’

ছেলের সঙ্গে ভোটকেন্দ্রে এসেছেন বয়োবৃদ্ধ নাগরিক জামিরন বেগম। আজ সকাল সাড়ে নয়টার দিকে ঢাকার ধামরাই উপজেলার গোয়ালদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেছবি: প্রথম আলো

লাঠিতে ভর দিয়ে ছেলের সঙ্গে ভোটকেন্দ্রে এসেছেন জামিরন বেগম (৭৫)। বয়সের ভারে ন্যুব্জ জামিরন শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরে বেজায় খুশি। প্রথম আলোকে তিনি বলেন, ‘আল্লায় ভোট মিলাইয়া দিছে। ভোট দিতে ভালো লাগে, তাই ভোট দিচি।’

আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে ঢাকার ধামরাই উপজেলার গোয়ালদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারের উপস্থিতি ছিল খুবই কম। এ সময় কেন্দ্রটিতে ৪০ জন নারী ভোটার থাকলেও পুরুষ ভোটার ছিলেন মাত্র ৩ জন। এ কেন্দ্রে নারী ভোটার ১ হাজার ৯৫৪ ও পুরুষ ভোটার ১ হাজার ৯৭০ জন।

একই কেন্দ্রে হাজেরা বেগম তাঁর শাশুড়ি নবীরণ নেছাকে (৮০) নিয়ে এসেছিলেন ভোট দিতে। হাজেরা বলেন, ‘আমার শাশুড়ি কানে কম শোনেন। এলাকার মানুষ দাঁড়াইচে (নির্বাচন করছে), তাই অসুস্থ থাকলেও ভোট দিতে চাইছে। আমি নিয়া আসছি।’

সকাল ১০টার দিকে কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা মো. লিয়াকত হোসাইন প্রথম আলোকে বলেন, দুই ঘণ্টায় প্রায় ৬০০ ভোট পড়েছে। সময়ের সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি আরও বাড়বে।

ভোটার উপস্থিতি কম

ধামরাই ও সাভার উপজেলার বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে ও নির্বাচন পরিচালনায় সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে ভোটার উপস্থিতি তুলনামূলক কম বলে জানা যায়।
সকাল সাড়ে ১০টার দিকে ধামরাইয়ের দক্ষিণ দেপশাই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, পুরুষ ও নারীদের লাইন ফাঁকা। তবে ভোট কক্ষে বেশ কয়েকজন নারী ও পুরুষ ভোটারকে ভোট দিতে দেখা গেছে। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. জাকিউল হক প্রথম আলোকে বলেন, ভোটকেন্দ্রটিতে মোট ভোটার সংখ্যা ২ হাজার ২৯৯ জন। সকাল ১০টা পর্যন্ত ভোট দিয়েছেন ১৫৬ জন।

সোমভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র প্রথম এক ঘণ্টার পর দ্বিতীয় ঘণ্টায় ভোটার উপস্থিতি প্রায় তিন গুণ বেড়েছে। বেলা ১১টার দিকে ওই কেন্দ্রে গিয়ে দেখা যায়, পুরুষ ও নারীদের ভোটারদের সারি। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. কিয়াম উদ্দিন বলেন, সকাল ৯টা পর্যন্ত ৯৬ জন ভোটার ভোট দিয়েছেন। এরপর সকাল ১০টা পর্যন্ত ভোট দিয়েছেন ২৭৩ জন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক: পুলিশ

সকালে ধামরাইয়ের বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন ঢাকা জেলা প্রশাসক আনিসুর রহমান ও ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান। বেলা সাড়ে ১১টার দিকে ধামরাইয়ের সোমভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনকালে পুলিশ সুপার মো. আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, এখন পর্যন্ত সাভার ও ধামরাইয়ে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শান্তিপূর্ণভাবেই নির্বাচন সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

একই ভোটকেন্দ্র পরিদর্শনে এসে জেলা প্রশাসক আনিসুর রহমান বলেন, ‘ইতিমধ্যেই ৬টি ভোটকেন্দ্র পরিদর্শন করেছি। ভোটারেরা কেন্দ্রে আসছেন এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন।’