সরাইলে আশ্রয়ণ প্রকল্পের ঘর দখলের দায়ে দেড় বছরের কারাদণ্ড

আদালত
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের একটি ঘর দখল করার দায়ে হেলেনা বেগম (৪০) নামের এক নারীকে দেড় বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সরওয়ার উদ্দীন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, ওই নারীর দুটি সন্তান রয়েছে। ১২ বছর ধরে স্বামীর সঙ্গে তাঁর সম্পর্ক নেই। তাঁকে আজ দাসহ গ্রেপ্তারের পর ভ্রাম্যমাণ আদালত তাঁকে দেড় বছরের কারাদণ্ড দেন। ওই নারীকে ব্রাহ্মণবাড়িয়া কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় লোকজন জানিয়েছেন, উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের বন্দে আলীর মেয়ে হেলেনা বেগম কয়েক দিন আগে চৌরাগুদা গ্রামের আশ্রয়ণ প্রকল্পের একটি ঘর জোর করে দখল করেন। অভিযোগ পেয়ে পুলিশ গিয়ে তাঁকে ওই ঘর থেকে বের করে দেন।

আজ দুপুরে হেলেনা বেগম তালা ভেঙে ওই ঘর আবারও দখলে নেন। পুলিশ তাঁকে ঘর থেকে সরাতে গেলে দা নিয়ে তেড়ে যান তিনি। পরে বেলা সাড়ে তিনটার দিকে পুলিশ তাঁকে আটক করে। এরপর ভ্রাম্যমাণ আদালত তাঁকে দেড় বছরের কারাদণ্ড দেন।

স্থানীয় ব্যক্তিরা জানিয়েছেন, ১২ বছর ধরে স্বামীর সঙ্গে ওই নারীর সম্পর্ক নেই। তাঁর কিছুটা মানসিক সমস্যা রয়েছে। এ ছাড়া এলাকার কয়েক ব্যক্তির সঙ্গে তাঁর কয়েকটি মামলা চলছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সরওয়ার উদ্দীন প্রথম আলোকে বলেন, ওই নারী এক সপ্তাহ আগেও একবার ওই ঘর দখল করতে চেয়েছিলেন। তিনি ভূমিহীন বা গৃহহীন নন। সরকারি কাজে বাধা দেওয়ায় তাঁকে দেড় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।