সন্ধ্যায় বাইরে গিয়েছিলেন তরুণ, রাতে ফিরে দেখেন ঘরে মায়ের রক্তাক্ত লাশ

লাশপ্রতীকী ছবি

প্রান্ত দাসের (২৫) বাড়িতে তাঁর এক বন্ধু এসেছিলেন। সন্ধ্যায় বন্ধুকে নিয়ে তিনি বাইরে যান। বাড়িতে ছিলেন তাঁর মা চুমকি রানী দাশ (৫০)। প্রান্ত দাস রাতে বাড়ি ফিরে দেখেন মেঝেতে মায়ের রক্তাক্ত দেহ পড়ে আছে। দ্রুত সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

খাগড়াছড়ি পৌর শহরের অর্পণা চৌধুরী পাড়ায় গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। চুমকি রানী দাশ ওই এলাকার তপন কান্তি দাশের স্ত্রী। ঘটনার সময় বাড়িতে তিনি একাই ছিলেন।

খাগড়াছড়ি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তফিকুল আলম বলেন, ‘ঘরের ভেতরে ওই নারীর মরদেহ পাওয়া গেছে। তাঁর গলার হার ও কানের দুল নিয়ে গেছে দুর্বৃত্তরা। নিহত ব্যক্তির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে কীভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, তা এখনো বলতে পারছি না। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে। নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে আনা হয়েছে।’