ফরিদপুরে অবরোধের সমর্থনে বিএনপির মশাল মিছিল, ৮ জনকে আটকের দাবি

ফরিদপুর জেলার মানচিত্র

ফরিদপুরের মধুখালী উপজেলায় বিএনপি অবরোধের সমর্থনে মশাল মিছিল করে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার কামারখালী এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ মিছিল করা হয়। বিএনপির নেতাদের দাবি, পুলিশ মিছিল থেকে উপজেলা বিএনপির আট নেতা-কর্মীকে আটক করেছে। তবে পুলিশের দাবি, কাউকে আটক করা হয়নি।

বিএনপির নেতারা বলেন, নির্বাচন কমিশনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ ও স্থানীয় বিএনপির নেতা শাহ মোহাম্মদ আবু জাফরের দলত্যাগে ধিক্কার জানিয়ে অবরোধের সমর্থনে গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কামারখালী বাজার থেকে মশাল মিছিল বের করা হয়। মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ও ফরিদপুর-১ (বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী) আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম। মিছিলটি বাজার থেকে ঢাকা-খুলনা মহাসড়কে উঠে মধুখালীর দিকে এগোতে থাকে। বাজার থেকে প্রায় চার শ মিটার দূরে আড়পাড়া উচ্চবিদ্যালয়ের সামনে গেলে পুলিশের বাধায় তা পণ্ড হয়। এ সময় বিএনপির আট নেতা-কর্মীকে আটক করে পুলিশ।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, ‘বিএনপি কখন কোথায় কী মিছিল করেছে, তা আমার জানা নেই। কাউকে আটক করার কোনো ঘটনাও ঘটেনি।’

তবে জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী বলেন, পুলিশ মিছিল থেকে মধুখালী উপজেলা বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক নূরুন্নবী মিয়া, বিএনপির কর্মী কাইউম মিয়া, ইয়াকুব হোসেন, মো. আকিম, মিকাইল, সোহানসহ দলের আট নেতা-কর্মীকে আটক করেছে।

প্রসঙ্গত, ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শাহ মোহাম্মদ আবু জাফর গত সোমবার বিএনপি ত্যাগ করে নবগঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন।