রাতে নিজের জন্য কাফন নিয়ে ফিরেছিলেন, সকালে বাড়ির পাশে মিলল লাশ

লাশ উদ্ধার
প্রতীকী ছবি

রাতে দুই মেয়ের জন্য নতুন জামা, স্ত্রীর জন্য সাদা শাড়ি ও নিজের জন্য সাদা কাফনের কাপড় নিয়ে বাড়ি ফিরেছিলেন। পরদিন সকালে বাড়ির পাশে তাঁর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয় বাসিন্দারা। আজ শনিবার সকালে নিজ বাড়ির পাশ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত ওই ব্যক্তির নাম আবদুল হাই ওরফে ছালেক মিয়া (৩৮)। তিনি সিলেটের জকিগঞ্জ উপজেলার জিয়াপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, ছালেক জকিগঞ্জ বাজারে লেপ-তোশকের দোকান চালাতেন। দাম্পত্য কলহের কারণে তাঁর স্ত্রী প্রায় দুই মাস ধরে বাবার বাড়িতে অবস্থান করছিলেন। তাঁদের সংসারে ৭ বছর ও ৫ বছর বয়সের দুটি মেয়ে আছে। গতকাল শুক্রবার রাতে আবদুল হাই ছালেক বাজার থেকে ফেরার সময় তাঁর দুই মেয়ের জন্য নতুন জামা নিয়ে ফিরেছিলেন। রাতে ফিরে তিনি দুই মেয়েকে জামা পরিয়ে দিয়েছিলেন। এরপর বাড়ি থেকে বের হলে রাতে আর বাড়ি ফেরেননি। পরদিন ঘরে কাফনের কাপড় ও একটি সাদা শাড়ি পাওয়া যায়। এ সময় বাড়ির পাশে পড়ে ছিল আবদুল হাইয়ের মরদেহ। পরে পুলিশকে খবর দেওয়া হলে আবদুল হাই ছালেকের লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, লাশের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। এতে তাঁর ‘মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’ লেখা ছিল। এতে প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে ধারণা করা হচ্ছে।

সিলেটের জকিগঞ্জ থানার ওসি মো. জাবেদ মাসুদ বলেন, লাশের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। এতে তাঁর ‘মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’ লেখা ছিল। পাশাপাশি একটি কীটনাশকের বোতলও উদ্ধার করা হয়েছে। এতে প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি আরও যাচাই করা হচ্ছে। তিনি বলেন, নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।