শহরে চিকিৎসা নিতে এসে বাসের ধাক্কায় স্বামী-স্ত্রীর মৃত্যু

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

ব্যাটারিচালিত ইজিবাইকে চড়ে চিকিৎসা নিতে গ্রাম থেকে শহরে এসেছিলেন এক দম্পতি। শহরে প্রবেশ করামাত্রই যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় তাঁদের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ইজিবাইকের আরও দুই আরোহী।

আজ বুধবার বেলা দেড়টার দিকে নাটোর শহরের রামাইগাছি এলাকায় নাটোর-রাজশাহী বাইপাস মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হচ্ছেন লালপুর উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের ধুপইল গ্রামের বাসিন্দা আবদুর রহিম (৫২) ও তাঁর স্ত্রী রওশন আরা (৪২)।

সদর থানা সূত্রে জানা যায়, লালপুর থেকে ইজিবাইকে চড়ে শহরের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নিতে আসছিলেন আবদুর রহিম-রওশন আরা দম্পতি। বেলা দেড়টার দিকে তাঁদের বহনকারী ইজিবাইকটি পিটিআই মোড় থেকে বাইপাস সড়ক হয়ে হরিশপুরের দিকে যেতে শুরু করে। রামাইগাছি এলাকায় টেক্সটাইল ইনস্টিটিউটের সামনে বিপরীত দিক থেকে আসা শ্যামলী পরিবহনের একটি বাস ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ইজিবাইক দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই রওশন আরার মৃত্যু হয়। স্থানীয় লোকজন আহত তিনজনকে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আবদুর রহিমকে মৃত ঘোষণা করেন। অন্য দুজন সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবু রায়হান বলেন, বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও সহকারী পালিয়েছেন। এ ব্যাপারে সড়ক নিরাপত্তা আইনে মামলার প্রস্তুতি চলছে। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। লাশ দুটি সদর হাসপাতালে রয়েছে।