বোনের বিয়ের বাজার করে ফিরছিল কিশোর, দুর্ঘটনায় মৃত্যু

মো. ফয়সাল

আগামীকাল শুক্রবার বোনের বিয়ে। তাই মায়ের সঙ্গে বিয়ের বাজার করে বাড়িতে ফিরছিল মো. ফয়সাল (১৩)।

কিন্তু সড়ক দুর্ঘটনায় পথেই তার মৃত্যু হয়। গতকাল বুধবার রাত ১১টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের সত্যপীর মাজার ফটক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হন কিশোরের মা আনোয়ারা বেগম (৪০)। তিনি উপজেলার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

ফয়সাল উপজেলার ভোলার বাপের বাড়ি এলাকার প্রবাসী আবুল খায়েরের সন্তান। সে পোমরা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

প্রত্যক্ষদর্শী ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, মেজ বোনের বিয়ের বাজার করতে মায়ের সঙ্গে রাউজান উপজেলার পাহাড়তলী বাজারে গিয়েছিল ফয়সাল। রাত ১১টার দিকে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়িতে ফিরছিল তারা।

উপজেলার সত্যপীর মাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ফয়সালের মৃত্যু হয়। জানাজার পর স্থানীয় কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে।

এ বিষয়ে রাঙ্গুনিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খান নুরুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবার থেকে কোনো অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়।