ময়মনসিংহে শিক্ষক হত্যায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় শিক্ষক মাহবুবুল আলম হত্যা মামলায় পাঁচজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সুদীপ্তা সরকার এ রায় দেন। একই সঙ্গে আসামিদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন গফরগাঁও উপজেলার পাগলা গ্রামের আবদুর রাশিদ, আবুল বাশার, মো. জিন্নাহ, আবদুর রশিদ ও মো. রাসেল। রাষ্ট্রপক্ষের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) সঞ্জীব সরকার রায়ের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণী সূত্রে জানা গেছে, ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বাঁশিয়া গ্রামের শিক্ষক মাহবুবুল আলমের সঙ্গে দণ্ড পাওয়া আসামিদের বিরোধ ছিল।

বিরোধের জেরে ২০১২ সালের ১৯ এপ্রিল রাতে আসামিরা মাহবুবুল আলমের বাড়িতে গিয়ে ডাকাতি করেন এবং মাহবুবুল আলমকে হত্যা করেন। এ ঘটনার দুই দিন পর মাহবুবুল আলমের স্ত্রী হেনা পারভীন বাদী হয়ে গফরগাঁও থানায় মামলা করেন। মামলায় মোট ১৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আজ রায় দেন আদালত।