ফরিদপুরে সেপটিক ট্যাংকে পাওয়া গেল ৩৬ হাজার ডলার

সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করা মার্কিন ডলার
ছবি: সংগৃহীত

৪০ হাজার ডলার চুরির অভিযোগে আটক এক যুবকের তথ্যের ভিত্তিতে ফরিদপুরের ভাঙ্গায় সেপটিক ট্যাংক থেকে ৩৬ হাজার ২০০ মার্কিন ডলার উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ডলারগুলো উদ্ধার করা হলেও বিষয়টি জানাজানি হয় আজ শুক্রবার দুপুরে।

ডলার চুরির ঘটনায় আটক যুবকের নাম কাজী মেহেদী হাসান তামিম (২৭)। তাঁর বাড়ি ভাঙ্গা পৌরসভার রায়পাড়া সদরদী মহল্লায়।

ভাঙ্গা থানার উপপরিদর্শক মো. মনির হোসেন জানান, মেহেদী হাসান তামিম ঢাকায় বিদ্যুৎমিস্ত্রির কাজ করেন। গত বুধবার বসুন্ধরা গ্রুপের প্রকৌশলী এস এম তৌহিদুজ্জামানের বাসায় কাজ করতে যান তিনি। কাজ করার ফাঁকে ওই প্রকৌশলীর বাসা থেকে ৪০ হাজার মার্কিন ডলার নিয়ে গ্রামের বাড়ি ভাঙ্গায় পালিয়ে আসেন তিনি। চুরি হওয়া ওই ডলারের বিনিময়মূল্য বাংলাদেশের মুদ্রায় প্রায় ৪৭ লাখ টাকা।

তৌহিদুজ্জামানের অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় তামিমের বাড়ি রায়পাড়া অভিযান চালিয়ে তামিমকে আটক করে ভাঙ্গা থানা–পুলিশ। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, তামিমদের বাড়ির শৌচাগারের সেপটিক ট্যাংকের মধ্যে লুকিয়ে রাখা ৩৬ হাজার ২০০ ডলার উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আল রশিদ আজ বিকেলে বলেন, মেহেদী হাসানকে ঢাকা থেকে আসা পুলিশের কাউন্টার টেররিজম দলের হাতে তুলে দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।